এক্সপ্লোর
Success Story: কঠিন মস্তিষ্কের ব্যাধি নিয়েও লড়াই থামেনি, ২ বার ব্যর্থ; তবু হার না মেনে UPSC জয় অনীষার
IFS Anisha Tomar: পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন অনীষা, অনীষা তোমর। আর স্নাতকে পড়ার সময় থেকেই তিনি ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।
অনীষা তোমরের সাফল্য এবং কঠিন লড়াই অনুপ্রেরণা জোগাবে
1/10

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি প্রবল আকর্ষণ ছিল অনীষার। আর সেই কারণেও আগামী দিনেও অনেক কিছু অর্জন করেছেন অনীষা।
2/10

পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন অনীষা, অনীষা তোমর। আর স্নাতকে পড়ার সময় থেকেই তিনি ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।
Published at : 25 Feb 2025 05:22 PM (IST)
আরও দেখুন






















