এক্সপ্লোর
Success Story: কঠিন মস্তিষ্কের ব্যাধি নিয়েও লড়াই থামেনি, ২ বার ব্যর্থ; তবু হার না মেনে UPSC জয় অনীষার
IFS Anisha Tomar: পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন অনীষা, অনীষা তোমর। আর স্নাতকে পড়ার সময় থেকেই তিনি ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।

অনীষা তোমরের সাফল্য এবং কঠিন লড়াই অনুপ্রেরণা জোগাবে
1/10

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি প্রবল আকর্ষণ ছিল অনীষার। আর সেই কারণেও আগামী দিনেও অনেক কিছু অর্জন করেছেন অনীষা।
2/10

পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন অনীষা, অনীষা তোমর। আর স্নাতকে পড়ার সময় থেকেই তিনি ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।
3/10

২০১৬ সালে স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে অনীষা ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করেন। নিয়মিত একটি স্টাডি রুটিন তৈরি করেন তিনি।
4/10

প্রথমবারের প্রয়াসে প্রিলিমসে কিছু নম্বরের জন্য তার কাট অফ আসেনি। খানিক আশাহত হয়ে পড়েন তিনি।
5/10

কিন্তু হাল ছেড়ে দেননি তিনি। কঠোর পরিশ্রম করে আবার পড়াশোনা করে দ্বিতীয়বার পরীক্ষায় বসেন তিনি।
6/10

আর এই সময়ের মধ্যেই অনীষার শরীরে ধরা পড়ে কঠিন ব্যাধি ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন।
7/10

কিন্তু এই শারীরিক ব্যাধি তাঁকে দমাতে পারেনি। তার প্রায়ই মনে হত যে শক্তি পাচ্ছেন না তিনি, কোথাও দুর্বলতা চেপে বসেছে।
8/10

এমআরআই করা চলছিল, স্পাইনাল ট্যাপ এবং অন্যান্য ওষুধ চলছিল আর তার সঙ্গে সমান তালে চলেছে পড়াশোনা।
9/10

দ্বিতীয় প্রয়াসে প্রিলিমসে উত্তীর্ণ হলেও মেনসে মাত্র ৬ নম্বরের জন্য পাশ করতে পারেননি অনীষা। তবে তৃতীয় প্রয়াসে সারা দেশের মধ্যে ৯৪তম স্থান অধিকার করেন তিনি।
10/10

কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতার মধ্যে দিয়েই সফল আইএফএস অফিসার হয়েছেন অনীষা তোমর। তিনি এখন অনেকের কাছে অনুপ্রেরণার উৎস।
Published at : 25 Feb 2025 05:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
