এক্সপ্লোর
Success Story: গ্রামের স্কুল থেকে সোজা ফ্রান্সে পড়ার সুযোগ; ৩০ লাখের চাকরি ছেড়ে এখন সফল IPS কৃষ্ণকুমার
Success Story IPS Krishan Kumar Bishnoi: রাজস্থানের বার্মার জেলায় জন্ম ও বড় হয়ে ওঠা কৃষ্ণকুমারের। তিনি তাঁর পরিবারে ৬ ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ, গ্রামের প্রাথমিক স্কুল থেকেই তাঁর পড়াশোনা শুরু হয়।

কীভাবে সফল আইপিএস হলেন কৃষ্ণকুমার ?
1/9

এখন উত্তরপ্রদেশের সম্ভল জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট হিসেবে কর্মরত আইপিএস কৃষ্ণকুমার বিষ্ণোই।
2/9

সম্প্রতি সম্ভল জেলার হিংসাত্মক ঘটনার প্রসঙ্গেই তাঁর নাম প্রকাশ্যে উঠে এসেছে, তাঁর জীবন ছিল সংগ্রামে ভরা।
3/9

রাজস্থানের বার্মার জেলায় জন্ম ও বড় হয়ে ওঠা কৃষ্ণকুমারের। তিনি তাঁর পরিবারে ৬ ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ, গ্রামের প্রাথমিক স্কুল থেকেই তাঁর পড়াশোনা শুরু হয়।
4/9

শৈশব থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন তিনি, দশম শ্রেণিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি। এরপরে কেন্দ্রীয় বিদ্যালয় থেকে দ্বাদশ উত্তীর্ণ হয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট স্টিফেনস কলেজে স্নাতকে ভর্তি হন।
5/9

প্যারিস স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারসে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে স্নাতকোত্তর করার জন্য বৃত্তি পান তিনি, এবং ফরাসি সরকারের সেই বৃত্তিতে ফ্রান্সে পাড়ি দেন। দ্য ফ্লেচার স্কুলেও পড়েছেন কৃষ্ণকুমার বিষ্ণোই।
6/9

ইউনাইটেড নেশনসের ট্রেড সেন্টারে বার্ষিক ৩০ লাখ টাকার বেতনে একটি দারুণ চাকরি করতেন তিনি, কিন্তু তাঁর ভিতরে কোথায় অন্য কিছু হওয়ার স্পৃহা লুকিয়েছিল।
7/9

এক বছর কাজ করার পরে ভারতে ফিরে JNU থেকে এম.ফিল করেন তিনি। আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রকেও কাজ করেছেন তিনি।
8/9

এরপরে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে তিনি সফল আইপিএস অফিসার হন, আর তারপরে তাঁর প্রথম পোস্টিং হয় উত্তরপ্রদেশের এই জেলায়।
9/9

তাঁর প্রশাসনিক দক্ষতা এবং শান্তিপূর্ণ নেতৃত্ব তাঁকে সেই জেলায় অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।
Published at : 05 Jan 2025 05:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
মালদা
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
