এক্সপ্লোর
UPSC CSE 2025: UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষার নিয়মে বড় বদল, আবেদনের সময় কী কী মাথায় রাখতে হবে ?
UPSC CSE Application Process: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষায় আবেদন করতে গেলে এবার এই নিয়মগুলি মানতে হবে।

ইউপিএসসির এই নিয়মে বদল এল
1/8

UPSC পরীক্ষার নিয়মে বড় বদল। বলা ভাল এর সিভিল সার্ভিস পরীক্ষার আবেদনের নিয়মে বেশ কিছু বদল আনা হয়েছে।
2/8

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস প্রিলিমস পরীক্ষায় আবেদন করতে গেলে এবার এই নিয়মগুলি মানতে হবে।
3/8

যান্ত্রিক ত্রুটির জন্য এই আবেদনের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও আর কী বদল ?
4/8

ইউপিএসসি স্পষ্ট করে জানিয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশনে প্রার্থীর নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি বদলের অনুমতি দেওয়া হবে না।
5/8

তবে যদি কোনো প্রার্থীর কাছে মোবাইল নম্বর অ্যাক্সেসের সুবিধে না থাকে, তাহলে তিনি ইমেলের মাধ্যমে মোবাইল নম্বর বদলাতে পারবেন।
6/8

এক্ষেত্রে ইমেল আইডিতে পাঠানো ওটিপি বসিয়ে নতুন মোবাইল নম্বর দিতে হবে আবেদনপত্রে। তবে ইমেল ও মোবাইল নম্বর দুটিই অ্যাক্সেস না করা গেলে কী করতে হবে ?
7/8

এক্ষেত্রে কিছু নথি স্ক্যান করে otrupsc@gov.in-এ মেল করতে হবে প্রার্থীকে। এর মধ্যে রয়েছে দশম শ্রেণির সার্টিফিকেট।
8/8

একইসঙ্গে জমা করতে হবে প্রার্থীর আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কাগজ এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
Published at : 14 Feb 2025 02:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
