এক্সপ্লোর
TMC Celebration:বাজছে শাঁখ, ফাটছে পটকা! সবুজ আবিরে উদযাপন শুরু তৃণমূলের
tmc celebration across state:কালীঘাট থেকে বসিরহাট হয়ে বর্ধমান, সর্বত্র এখন থেকেই উড়তে শুরু করেছে সবুজ আবির।
বাজছে শাঁখ, ফাটছে পটকা! সবুজ আবিরে উদযাপন শুরু তৃণমূলের
1/9

কালীঘাট থেকে বসিরহাট হয়ে বর্ধমান, সর্বত্র এখন থেকেই উড়তে শুরু করেছে সবুজ আবির। কেউ শাঁখ বাজাচ্ছেন, প্রকাশ্য রাস্তায় নাচ-গান তৃণমূল কর্মী-সমর্থকদের। রাজ্যের ৪২ টি লোকসভা আসনের ৩১টিতেই এখনও পর্যনত এগিয়ে রয়েছে তৃণমূল। ১০টিতে এগিয়ে রয়েছে বিজেপি। মাত্র ১টি-তে এগিয়ে কংগ্রেস।
2/9

খুব বেশি হেরফের না হলে এই ফলাফল তৃণমূলের পক্ষে অত্যন্ত আশাব্যঞ্জক। কালীঘাটের সামনে সবুজ আবির উড়িয়ে দুরন্ত উদযাপন শুরু হয়ে গিয়েছে সমর্থকদের।
Published at : 04 Jun 2024 01:53 PM (IST)
আরও দেখুন






















