এক্সপ্লোর
Tollywood Exclusive: কখনও ঋত্বিককে 'হুমকি', কখনও মিঠুনের উচ্ছ্বসিত প্রশংসা, রাজের শ্যুটিং ফ্লোরে এবিপি লাইভ
Tollywood Exclusive Interview: রাজ? তিনি তো মনিটরের সামনে মিঠুনের শট দেখে উচ্ছ্বসিত হয়ে উঠছেন, হাততালি দিচ্ছেন বার বার। তার মাঝেই সময় পেয়ে এবিপি লাইভকে বলে গেলেন..
পরিচালকের স্বপ্নপূরণ, শ্যুটিং ফ্লোরে মিঠুন বলছেন, 'রাজ আমার বেস্ট বয়'
1/7

সল্টলেকের এই অফিসের ৯ তলায় অন্যান্যদিন কর্মব্যস্ততা থাকলেও, কর্মীদের আজ ছুটি। তবে কর্মব্যস্ততার ছুটি নেই। অফিস জুড়ে ক্যামেরা, মনিটর, রেকর্ডার... অ্যাকশন-কাট বলছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
2/7

আর অফিসের একটা কিউবিকলে মুখোমুখি বসে শট দিচ্ছেন ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বাবা-ছেলের সম্পর্কের সমীকরণে যে গল্প তৈরি হচ্ছে, তারই শ্যুটিং সেটে হাজির হল এবিপি লাইভ (ABP Live)।
Published at : 22 Mar 2024 08:15 PM (IST)
আরও দেখুন


















