এক্সপ্লোর
কনৌজ পরিবারে বিয়ে, করবা চৌথে সঙ্গীতের জন্য নববধূর বেশে সাজলেন বাঙালি সঞ্চারী
কনৌজ পরিবারে বিয়ে, করবা চৌথে সঙ্গীতের জন্য নববধূর বেশে সাজলেন বাঙালি সঞ্চারী
1/12

সারাদিন উপোস, চাঁদ উঠলে পুজো, তারপর স্বামীর মুখ দেখে উপোস ভাঙা। ছবির পর্দায় এই রীতি দেখে অনেক বাঙালি অবিবাহিত মেয়েই মনে মনে ভেবেছেন.. যদি এমন করে করবা চৌথ পালন করতে পারতাম! বিয়ের পর সেই স্বপ্নপূরণ হয়েছে অভিনেত্রী সঞ্চারী মণ্ডলের। সঙ্গীত তিওয়ারীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। কেমন হল বাঙালি এই কন্যের প্রথম জাঁকজকম করে কাটানো করবা চৌথ?
2/12

বিয়ের পর এই দ্বিতীয় বছর করবা চৌথ পালন করছেন সঞ্চারী। প্রথম বছর করোনা পরিস্থিতির জন্য কেবল নিয়মটুকু করা হয়েছিল। তবে এই বছর মহা সমারোহে দিনটা পালন করলেন সঞ্চারী-সঙ্গীত।
Published at : 25 Oct 2021 10:46 PM (IST)
আরও দেখুন






















