এক্সপ্লোর
Celebrities Updates: সলমনের সঙ্গে বিচ্ছেদ হয়েছে বহুদিন আগে, এখন কী করছেন সোমি আলি?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/08/41ce62cdf9113ac8002e852050a8982b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সলমনের প্রাক্তন বান্ধবী সোমি আলি দীর্ঘদিন ধরেই খবরের বাইরে
1/10
![এখনও পর্যন্ত বিয়ে করেননি, তবে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলিউড তারকা সলমন খান। সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানা গিয়েছে। সম্পর্কে জটিলতা, ঝামেলার জন্য বারবার খবরের শিরোনামে এসেছেন সলমন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/08/c0edb19043492c759633ac053fab9a432f99f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এখনও পর্যন্ত বিয়ে করেননি, তবে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলিউড তারকা সলমন খান। সঙ্গীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর সম্পর্কের কথা জানা গিয়েছে। সম্পর্কে জটিলতা, ঝামেলার জন্য বারবার খবরের শিরোনামে এসেছেন সলমন।
2/10
![ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, সঙ্গীতা বিজলানির খবর পাওয়া যায়, কিন্তু সলমনের প্রাক্তন বান্ধবী সোমি আলি দীর্ঘদিন ধরেই খবরের বাইরে। তাঁর সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/08/e7d56af9e724c66179a3a5d272775702f5abe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, সঙ্গীতা বিজলানির খবর পাওয়া যায়, কিন্তু সলমনের প্রাক্তন বান্ধবী সোমি আলি দীর্ঘদিন ধরেই খবরের বাইরে। তাঁর সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না।
3/10
![iসোমির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সঙ্গীতার সঙ্গে সম্পর্ক ছিল সলমনের। তবে শেষপর্যন্ত তাঁদের সম্পর্ক পরিণতি পায়নি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/08/6b4e56a2836c6490b65c37d8e3851e6c61a2b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
iসোমির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সঙ্গীতার সঙ্গে সম্পর্ক ছিল সলমনের। তবে শেষপর্যন্ত তাঁদের সম্পর্ক পরিণতি পায়নি।
4/10
![সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদের পর সোমি আলির সঙ্গে সম্পর্কে জড়ান সলমন। আট বছর তাঁদের সম্পর্ক ছিল। তবে শেষপর্যন্ত এই সম্পর্কও পরিণতি পায়নি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/08/6efac28b57efa464e4fe52a38486432d9c260.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সঙ্গীতার সঙ্গে বিচ্ছেদের পর সোমি আলির সঙ্গে সম্পর্কে জড়ান সলমন। আট বছর তাঁদের সম্পর্ক ছিল। তবে শেষপর্যন্ত এই সম্পর্কও পরিণতি পায়নি।
5/10
![সলমনের সঙ্গে বিচ্ছেদের জন্য ঐশ্বর্যকে দায়ী করেছিলেন সোমি। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ঐশ্বর্যর জন্যই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/08/f035304edc55769ade441ccb0d9a0874b5c0c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সলমনের সঙ্গে বিচ্ছেদের জন্য ঐশ্বর্যকে দায়ী করেছিলেন সোমি। তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ঐশ্বর্যর জন্যই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
6/10
![সলমনের সঙ্গে বিচ্ছেদের পর বলিউডকে বিদায় জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে যান সোমি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/08/3d7f060b69c74cb3b8f76125e7e486bb18583.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সলমনের সঙ্গে বিচ্ছেদের পর বলিউডকে বিদায় জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে যান সোমি।
7/10
![সলমনই সোমির প্রথম প্রেমিক ছিলেন। তিনি সলমনের সঙ্গেই সারাজীবন কাটাতে চেয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/08/cf163c03751bff49ed1d61cbc10fb96b67e37.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সলমনই সোমির প্রথম প্রেমিক ছিলেন। তিনি সলমনের সঙ্গেই সারাজীবন কাটাতে চেয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি।
8/10
![imagমার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর সেখানেই স্থায়ীভাবে আছেন সোমি। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালাচ্ছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/08/6e7c11c711eaa06e48b12e06d46022da1f60d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
imagমার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর সেখানেই স্থায়ীভাবে আছেন সোমি। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালাচ্ছেন।
9/10
![imসোমির এনজিও-র নাম ‘নো মোর টিয়ার্স’। মানুষের জন্য বিভিন্ন ধরনের কাজ করছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/08/6fe994a88222c3c9b008cbc573db9228f9fe6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
imসোমির এনজিও-র নাম ‘নো মোর টিয়ার্স’। মানুষের জন্য বিভিন্ন ধরনের কাজ করছেন তিনি।
10/10
![পারিবারিক হিংসা এবং ধর্ষণের শিকার হওয়া মহিলাদের জন্যও কাজ করছে সোমির সংস্থা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/08/af7fc8eac60bec326336c30711f7acbe790d9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পারিবারিক হিংসা এবং ধর্ষণের শিকার হওয়া মহিলাদের জন্যও কাজ করছে সোমির সংস্থা।
Published at : 08 Jul 2021 04:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)