এক্সপ্লোর
Ajay Tabbu: এই প্রথম হিন্দি ছবির ট্রেলার আইম্যাক্স থ্রিডিতে, অনুরাগীদের মন কাড়লেন অজয়, তব্বু
এই প্রথম হিন্দি ছবির ট্রেলার আইম্যাক্স থ্রিডিতে, অনুরাগীদের মন কাড়লেন অজয়, তব্বু
1/10

অবশেষে অপেক্ষার অবসান। মুক্তি পেল অজয় দেবগণের (Ajay Devgn) আগামী ছবি 'ভোলা'র ট্রেলার (Bholaa Trailer Out)।
2/10

ছবির প্রথম লুক, পোস্টার, টিজার সবই নজর কেড়েছে দর্শকের। ফলে সকলেই অপেক্ষায় ছিলেন ট্রেলারের।
3/10

বহু প্রতীক্ষার পর প্রকাশ্যে এল 'ভোলা' ছবির ট্রেলার। অ্যাকশন-এন্টারটেইনার ঘরানার এই ছবির ট্রেলার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
4/10

এই প্রথম কোনও হিন্দি ছবির ট্রেলার আইম্যাক্স থ্রিডি (IMAX 3D) ফরম্যাটে লঞ্চ হল। লার্জার-দ্যান-লাইফ এই অভিজ্ঞতা মন জয় করেছে দর্শকের।
5/10

এই ছবিতে অবশ্যই দেখা যাবে মাস মহারাজ অজয় দেবগণকে। সেই সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তব্বু (Tabbu), বিনীত কুমার (Vineet Kumar), গজরাজ রাও (Gajraj Rao), সঞ্জয় মিশ্র (Sanjay Mishra), দীপক ডোব্রিয়ল ও অমলা পাল।
6/10

এই ছবির হাত ধরে চতুর্থ ছবির পরিচালনা করতে চলেছেন অজয় দেবগণ। অ্যাকশন সিক্যোয়েন্সের সঙ্গে, আবেগঘন দিকও মন কেড়েছে দর্শকের।
7/10

এই ছবি এক অকুতোভয় বাবার গল্প বলবে যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে।
8/10

ড্রাগ মাফিয়া, দুর্নীতিগ্রস্ত ফোর্স ইত্যাদি ভোলাকে আটকানোর বহু চেষ্টা করলেও সে নিজে একজন যোদ্ধা।
9/10

৩০ মার্চ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ভোলা'। ছবিটি পুরোপুরি অ্যাকশন ঘরানার।
10/10

'ভোলা' বাইরে থেকে একজন যোদ্ধা ও ভিতর থেকে একজন রক্ষক। মুখ্য খলনায়কের চরিত্রে দেখা যাবে দীপক ডোব্রিয়ল। ধূসর চরিত্রের পুলিশ হিসেবে দেখা যাবে সঞ্জয় মিশ্রকে।
Published at : 07 Mar 2023 12:17 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















