এক্সপ্লোর
Alia Ranbir Anniversary: 'তোমার সঙ্গেই বুড়ো হব...', বিবাহবার্ষিকীতে রণবীরের উদ্দেশে লিখছেন আলিয়া
Alia Bhatt to Ranbir Kapoor: সোশ্যাল মিডিয়ায় আজ একটি সাদা কালো ছবি শেয়ার করে নিয়েছে আলিয়া ভট্ট। লিখেছেন, 'খুশির ২ বছর'
'খুশির ২ বছর'
1/10

পায়ে পায়ে ২ বছর, বিয়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি পোস্ট করে রণবীর কপূরকে (Ranbir Kapoor) ভালবাসা জানালেন আলিয়া ভট্ট (Alia Bhatt)।
2/10

সোশ্যাল মিডিয়ায় আজ একটি সাদা কালো ছবি শেয়ার করে নিয়েছে আলিয়া ভট্ট। লিখেছেন, 'খুশির ২ বছর'
3/10

এখানেই শেষ নয়, সঙ্গে একটি বৃদ্ধ-বৃদ্ধার ছবি শেয়ার করে আলিয়া লিখেছেন, 'আমাদের ভালবাসার এমন আরও বর্ষপূর্তি আসুক, প্রত্যেক বছর'
4/10

২ বছর আগে, আজকের দিনেই মুম্বইতে নিজেদের আদি বাড়িতে সাত পাকে বাঁধা পড়েছিলেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর।
5/10

আলিয়া-রণবীরের প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। বিয়ের আগে লিভ ইনও করতেন তাঁরা।
6/10

সময় বদলেছে, আলিয়া আর রণবীরের জীবনে এসেছে ছোট্ট রাহা। তাকে ঘিরেই এখন আলিয়া আর রণবীরের জীবন।
7/10

কিছুদিন আগেই রাহাকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন রণবীর আলিয়া, সেখানে ঋষি কপূরের সঙ্গে রাহার চেহারার অবিকল মিল পেয়েছিলেন নেটিজেনরা।
8/10

আপাতত রামায়ণ-এর প্রস্তুতিতে ব্যস্ত রণবীর, আলিয়াও ব্যস্ত অন্য ছবির কাজে। তবে তাঁদের এখনই একসঙ্গে কোনও ছবিতে দেখা যাবে না।
9/10

সোশ্যাল মিডিয়ায় আলিয়ার এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষ থেকে শুরু করে অনুরাগীরা। তবে সোশ্যাল মিডিয়ায় না থাকার দরুণ রণবীরের তরফে কোনও বার্তা চোখে পড়েনি।
10/10

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে রাহার মা-বাবার মিষ্টি এই পোস্ট। সবাই শুভেচ্ছা জানিয়েছেন রালিয়া জুটিকে।
Published at : 14 Apr 2024 10:35 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















