এক্সপ্লোর
Alia Bhatt News: বাবার সঙ্গে সুসম্পর্ক ছিল না, খাবারের লোভে শ্যুটিংয়ে যেতেন আলিয়া!
Actress Alia Bhatt News: কর্ণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর হাত ধরেই পেশাদারভাবে অভিনয় জগতে আসেন আলিয়া।

বাবার সঙ্গে সুসম্পর্ক ছিল না, খাবারের লোভে শ্যুটিংয়ে যেতেন আলিয়া!
1/10

মহেশ ভট্ট (Mahesh Bhatt) কন্যা তিনি। বলিউডে নিন্দুকেরা বলেন, নেপোটিজমের জন্যই নাকি কাজে সুযোগ পেয়েছেন তিনি। তবে সহজ ছিল না আলিয়া ভট্টের (Alia Bhatt) বলিউডে নিজের জায়গা করে নেওয়ার সফরটা।
2/10

সাফল্যের আড়ালে হয়তো ঢাকা পড়ে গিয়েছে তাঁর ব্যর্থতার গল্প, কিন্তু আলিয়া যেমন ছবি থেকে বাদ পড়েছেন, তেমনই তাঁকে সমস্যায় পড়তে হয়েছে বেশি ওজন নিয়েও।
3/10

বাবার সঙ্গে সম্পর্ক ভাল ছিল না আলিয়ার। মা সোনি রাজদান প্রায় একাই বড় করেছেন তাঁকে।
4/10

আলিয়া অভিনেত্রী হওয়ার পরে ধীরে ধীরে বাবা মহেশ ভট্টের সঙ্গে তাঁর সম্পর্কের উন্নতি হয়। বর্তমানে বাবার সঙ্গে সুন্দর সম্পর্ক তাঁর।
5/10

তিনি প্রথম ক্যামেরার সামনে অভিনয় করেছিলেন বাবা মহেশ ভট্ট (Mahesh Bhatt)-এর প্রযোজনায়। ছবির নাম ছিল সংঘর্ষ (Sangharsh)।
6/10

সালটি ছিল ১৯৯৯। প্রীতি জিন্টার (Preeti Zinta)-র ছেলেবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
7/10

নিজের ছোটবেলার সেই শ্যুটিংয়ের কথা একটি সাক্ষাৎকারে বলতে গিয়ে আলিয়া জানিয়েছিলেন, শ্যুটিংয়ের কথা তাঁর কিছু মনে নেই। তবে তিনি ফ্লোরে যেতেন কেবল লোভনীয় খাবারের জন্য।
8/10

মা ও আলিয়ার জীবন সম্পর্কে তেমন হস্তক্ষেপ করতেন না বাবা মহেশ। পরবর্তীকালে আলিয়া বলেছিলেন, ছোটবেলায় বাবাকে ভীষণ মিস করতেন তিনি।
9/10

সঞ্জয় লীলা ভনসালি (Sanjay Leela Vanshali)-র ব্ল্যাক (Black)-এ শিশুশিল্পীর চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে সুযোগ পাননি আলিয়া। বাতিল হয়ে যান সেই চরিত্র থেকে।
10/10

কর্ণ জোহরের (Karan Johar)-এর 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' (Student of The Year)-এর হাত ধরেই পেশাদারভাবে অভিনয় জগতে আসেন আলিয়া।
Published at : 15 Mar 2023 06:59 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
