এক্সপ্লোর
Alka Yagnik Unknown Facts: মাত্র ৬ বছর বয়সে আকাশবাণী কলকাতায় গান গেয়েছিলেন, এই শহরের সঙ্গে জড়িয়ে অলকার শিকড়
Singer Alka Yagnik Unknown Facts: ১৫টি পাকিস্তানি গান সহ ২৫টি ভাষায় গান গেয়েছেন অলকা। তিনি জানিয়েছেন, এমন এক একটা দিন গিয়েছে, যেদিন তাঁকে ১ দিনে ৫টা পর্যন্ত গান রেকর্ড করতে হত।
মাত্র ৬ বছর বয়সে আকাশবাণী কলকাতায় গান গেয়েছিলেন, এই শহরের সঙ্গে জড়িয়ে অলকার শিকড়
1/10

তাঁর সুরেলা সফর শুরু হয়েছিল এই শহর থেকেই। কলকাতা। মাত্র ৬ বছর বয়সেই তিনি আকাশবাণীতে গান গাইবার সুযোগ পেয়েছিলেন।
2/10

তারপর ধীরে ধীরে নিজের সূরমূর্চ্ছনা তিনি ছড়িয়ে দিয়েছেন গোটা দেশে। বিশ্বেও। বলিউডকে দিয়েছেন একের পর এক জনপ্রিয় গান।
Published at : 20 Mar 2023 11:51 AM (IST)
আরও দেখুন






















