এক্সপ্লোর
Happy Birthday Amisha Patel: সুপারহিট ছবি দিয়ে আত্মপ্রকাশ, এখন কেমন আছেন আমিশা?
আমিশা পটেল
1/9

কহো না প্য়ার হ্যায় - ছবির মাধ্য়মে বলিউডে আত্মপ্রকাশ করা বলিউড অভিনেত্রী আমিশা পটেলের কেরিয়ার বহু চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। তিনি ৪০-এর বেশি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে অনেক বিগ বাজেটের ছবিও ছিল। কিন্তু, এখন তিনি পর্দা থেকে দূরে রয়েছেন। ৪৬ বছরের আমিশা আজ পর্যন্ত বিয়ে করেননি।
2/9

২০০০ সালে মুক্তি পাওয়া কহো না প্য়ার হ্যায় -- ছবির সাফল্য মূল অভিনেতা হৃতিক রোশনকে শিখরে পৌঁছে দিয়েছিল। অভিনেত্রী আমিশাও রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন। অনেকেই মনে করেছিলেন, হৃতিকের মতো তিনিও বলিউডে জমি পেয়ে গেছেন। কিন্তু তেমনটা হয়নি। গদর এক প্রেম কথা, ভুলভুলাইয়া, হমরাজ-এর মতো ছবি ছাড়া আমিশার ফিল্ম কেরিয়ার মোটের ওপর অসফলই বলা চলে।
Published at : 09 Jun 2021 12:14 PM (IST)
আরও দেখুন






















