এক্সপ্লোর
আরিয়ানের সঙ্গে চ্যাটের সূত্র ধরে মাদককাণ্ডে তলব, দেড় ঘণ্টা এনসিবি দফতরে অনন্যা পাণ্ডে
আরিয়ানের সঙ্গে চ্যাটের সূত্র ধরে মাদককাণ্ডে তলব, দেড় ঘণ্টা এনসিবি দফতরে অনন্যা পাণ্ডে
1/10

মাদককাণ্ডে এবার নাম জড়াল আরও এক তারকার। চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডেকে তলব করল এনসিবি।
2/10

বাবাকে নিয়ে ইতিমধ্যেই এনসিবি দফতরে হাজির হয়েছেন অনন্যা পাণ্ডে। অরিয়ানের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই এনসিবি দফতরে তলব করা হয় তাঁরে, খবর এনসিবি সূত্রে।
3/10

বাজেয়াপ্ত করা হয়েছে অনন্যার ফোন, ল্যাপটপ ও ইলেকট্রনিক গ্যাজেটস। এদিন অনন্যার বাড়ি থেকে বেরিয়ে শাহরুখের বাড়ি মন্নতে যায় এনসিবি টিম।
4/10

দেড় ঘণ্টা পার, এখনও এনসিবি দফতরেই রয়েছেন অনন্যা। সঙ্গে রয়েছেন বাবা চাঙ্কি পাণ্ডেও।
5/10

মাদককাণ্ডে আরিয়ানের চ্যাটের সূত্র ধরে আরও এক অভিনেত্রীর বাড়িতে পৌঁছায় এনসিবি। বৃহস্পতিবার সকাল সকাল চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডের বান্দ্রার বাড়িতে ৫ ঘণ্টা ছিলেন তাঁরা। ৬ সদস্যের একটি টিম তাঁর বাড়ি থেকে কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যান। তারপর তারা সোজা চলে যান মন্নতে।
6/10

মেয়ের সঙ্গে এনসিবি দফরতে বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে
7/10

অন্যদিকে আজ মাদককাণ্ডে জেলবন্দি ছেলের সঙ্গে ১৯ দিন পর আজই দেখা করতে যান শাহরুখ খান। এদিন সকালে ছোট গাড়িতে, কয়েকজন নিরাপত্তা রক্ষী নিয়ে আর্থার রোড জেলে যান তিনি। নিয়ম মেনে জেলে ছিলেন মিনিট পনেরো-কুড়ি।
8/10

জেল সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, জেলে ঢোকার আগে নিয়ম মেনে নিজের আধার কার্ড সমেত সব নথি দেখিয়েছেন শাহরুখ। কথাবার্তার সময় কাচের দেওয়ালের ওপারে ছিলেন আরিয়ান। ঘরে হাজির ছিলেন জেলের চার নিরাপত্তা রক্ষী।
9/10

করোনার জেরে এতদিন জেলবন্দিদের সঙ্গে আত্মীয় পরিজনেদের দেখা সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা ছিল মহারাষ্ট্র সরকারের। আজই সেই নিয়ম শিথিল করা হয়েছে।
10/10

উঠতি নায়িকার সঙ্গে হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে কথা হত শাহরুখ-পুত্র আরিয়ান খানের, শাহরুখ-পুত্রের জামিনের বিরোধিতা করে বুধবার আদালতে এমনই দাবি করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। আর এরইসঙ্গে ফের একবার খারিজ হয়ে গেল আরিয়ান খানের জামিনের আবেদন। বিশেষ NDPS আদালতে ছ’দিনের মধ্যে দু’বার খারিজ হল শাহরুখ-পুত্রের জামিনের আর্জি।
Published at : 21 Oct 2021 05:52 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















