এক্সপ্লোর
Anirban on RG Kar Issue: 'খোকা নিখোঁজ', আরজি করের ঘটনায় অনির্বাণের নীরবতা নিয়ে কটাক্ষ রানা সরকারের
Anirban Bhattacharyya and Rana Sarkar: অভিনেতা-পরিচালকদের মধ্যে অনির্বাণ টলিউডের প্রথম শ্রেণীর তারকা। তবে অনির্বাণের আরজি কর প্রসঙ্গের এই নীরবতাকে ভাল চোখে দেখেননি তাঁর অনুরাগীরা।

ছবি সৌজন্যে: অনির্বাণ ভট্টাচার্য্যের ফেসবুকের ফ্যানপেজ
1/10

আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুকে ঘিরে তোলপাড় কলকাতা থেকে শুরু করে গোটা দেশই। আঁচ পড়েছে বিদেশেও। প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিশিষ্ট জনেরা। তবে এই সমস্ত কিছুর মধ্যে কোনওরকম বক্তব্য রাখেননি এক অভিনেতা পরিচালক।
2/10

তিনি অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya)। আর সেই কারণেই, সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছেন অনির্বাণ।
3/10

অভিনেতা-পরিচালকদের মধ্যে অনির্বাণ টলিউডের প্রথম শ্রেণীর তারকা। তাঁর গুণমুগ্ধের সংখ্যাও কম নয়। তবে অনির্বাণের আরজি কর প্রসঙ্গের এই নীরবতাকে ভাল চোখে দেখেননি তাঁর অনুরাগীরা।
4/10

কেবল অনুরাগীরা নন, নাম না করে অনির্বাণকে কটাক্ষ করে পোস্ট করেছেন প্রযোজক রানা সরকারও। নাম না করলেও, পোস্টে তিনি যোগ করেছেন অনির্বাণের ছবি।
5/10

নিখোঁজ পোস্টার তৈরি করেছেন রানা আর সেখানে তিনি অনির্বাণকে 'খোকা' বলে উল্লেখ করেছেন। খোকা অনির্বাণেরই অভিনীত চরিত্রের নাম।
6/10

অনির্বাণ নিজে সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন। ফেসবুকে তাঁর অ্যাকাউন্ট নেই। ইনস্টাগ্রামেও ছবির প্রচার সংক্রান্ত পোস্ট ছাড়া বিশেষ পোস্ট করেন না তিনি।
7/10

আরজি করের চিকিৎসককে নৃশংস খুন ও ধর্ষণের অভিযোগে দফায় দফায় রাস্তায় নেমেছেন বিশিষ্ট জনেরা। গতকাল অর্থাৎ শনিবারই নাট্যব্যক্তিত্ব ও থিয়েটারের অন্যান্য কলাকুশলীদের একটি মিছিল ছিল।
8/10

সেই মিছিলে হাঁটতে দেখা গিয়েছে অনির্বাণের স্ত্রী মধুরিমা গোস্বামীকে। মধুরিমা দীর্ঘকালীন ধরেই থিয়েটারের সঙ্গে যুক্ত।
9/10

অনেকেই প্রত্যাশা করেছিলেন, ফিল্মস্টারেদের ভিড়ে না হোক, থিয়েটারের সহকর্মীদের সঙ্গে অন্তত দেখা যাবে অনির্বাণকে। তবে সেই মিছিলে মধুরিমা হাঁটলেও দেখা গেল না অনির্বাণ ভট্টাচার্য্যকে। এতে অবাক হয়েছেন অনেকেই।
10/10

যে কোনও বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেওয়া বা না দেওয়া যে কোনও মানুষের একেবারে ব্যক্তিগত ব্যাপার। তবে সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া দেখেই বোঝা যায়, অনেকেই প্রত্যাশা করছেন আরজি করের নৃশংস খুন ও ধর্ষণ নিয়ে অনির্বাণের একটা প্রতিক্রিয়া শোনার।
Published at : 18 Aug 2024 01:22 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
লাইফস্টাইল-এর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
