এক্সপ্লোর
Ankita Lokhande Post Marriage: বিয়ের পর প্রথম ছবি নবদম্পতির, ভিকির সঙ্গে মুহূর্তবন্দি অঙ্কিতা

বিয়ের পর প্রথমবার একসঙ্গে ক্যামেরার সামনে ভিকি-অঙ্কিতা
1/10

বিয়ের পর এই প্রথম ক্যামেরার সামনে এলেন অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন।
2/10

অঙ্কিতার পরনে ছিল নীল শাড়ি। ম্যাচিং গহনা এবং মঙ্গলসূত্র। সবমিলিয়ে নববধূর বেশে ভিকির সঙ্গে বেরোলেন তিনি।
3/10

গাড়িতে ওঠার আগে ক্যামেরার সামনে পোজও দিলেন দু-জন।
4/10

গত গত ১৪ ডিসেম্বর চার হাত এক হয় টেলি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনের।
5/10

মুম্বইয়ের এক বিলাসবহুল পাঁচাতারা হোটেলে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পরিবারের কজনের উপস্থিতি বিয়ে সারেন দম্পতি। উপস্থিত ছিলেন টেলি দুনিয়ার একাধিক জনপ্রিয় মুখ।
6/10

বিয়ের দিন নিজেকে সোনালী রঙের ডিজাইনার লেহেঙ্গায় সাজিয়েছিলেন অঙ্কিতা। তাঁর পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে সাদা ও সোনালী শেরওয়ানি পরেছিলেন ভিকি জৈন।
7/10

বিয়ের পর এদিন একটি বিশেষ 'রেড কার্পেট ইভেন্ট' হওয়ার কথা ছিল মিডিয়া ও পাপারাৎজিদের জন্য। তবে কোভিডের বাড়বাড়ন্তে তা বাতিল করে দেওয়া হয়।
8/10

বিয়ের আগে 'সঙ্গীত', 'মেহেন্দি', 'গায়ে হলুদ' ইত্যাদি অনুষ্ঠানের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন অঙ্কিতা। সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়।
9/10

অঙ্কিতা লোখান্ডের বিয়েতে আমন্ত্রিত ছিলেন কঙ্গনা রানাউতও। 'মনিকর্ণিকা' ছবিতে একসঙ্গে কাজ করেছেন অঙ্কিতা ও কঙ্গনা। নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একাধিক ছবি পোস্ট করেন তিনি।
10/10

অঙ্কিতা লোখাণ্ডে ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন। বিয়ের আগে তাঁদের মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে আমন্ত্রণ জানানোর দেখা গেল। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের একাধিক ছবি শেয়ার করেছিলেন তারকা জুটি।
Published at : 16 Dec 2021 11:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
