ক্যাটরিনা কাইফ-বলিউডের ‘চিকনি চামেলি’ অর্থাত্ ক্যাটরিনা কাইফের গত বছরের আয় ছিল ২৩.৬৩ কোটি টাকা। এর ভিত্তিতে তালিকায় তাঁর স্থান ২৩ তম। সিনেমার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের অ্যাম্বাসাডরও তিনি।
2/6
অনুষ্কা শর্মা-অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মার ২০১৯-এ আয় ছিল ২৮.৬৭ কোটি টাকা। অনুষ্কা ও তাঁর স্বামী বিরাট কোহলি মিন্ত্রার মতো বেশ কিছু বড় ব্র্যান্ডের অ্যাম্বাসাডরও। ফোর্বস তালিকায় অনুসারে সবচেয়ে বেশি আয়ের সেলিব্রিটিদের তালিকায় ২১ নম্বরে অনুষ্কা।
3/6
দীপিকা পাড়ুকোন- সবচেয়ে ধনী সেলিব্রিটিদের তালিকায় দীপিকা পাড়ুকোনের নাম ২০১৮-তে ৪৮ কোটি আয় সহ ১০ নম্বরে ছিল। কিন্তু এখন এক্ষেত্রে চার নম্বরে উঠে এসেছেন তিনি। গত বছর তাঁর আয় ১১২.৮ কোটি টাকা ছিল বলে জানানো হয়েছে।
4/6
প্রিয়ঙ্কা চোপড়া- গ্লোবাল আইকন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস গত বছর সবচেয়ে বেশি আয়ের তালিকায় ১০০ সেলিব্রিটির মধ্যে ৪৯ তম স্থান থেকে ১৪ তম স্থানে উঠে এসেছেন। গত বছর প্রিয়ঙ্কার মোট আয় ২৩.৪ কোটি ছিল বলে জানানো হয়। শুধু তাই নয়, ইনস্টাগ্রাম রিচ লিস্ট ২০১৯-এ সবচেয়ে ধনী ভারতীয় সেলিব্রিটি হিসেবে তাঁকে মনোনীত করা হয়েছিল। খবর অনুসারে, গত বছর প্রিয়ঙ্কা ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পোস্টের জন্য ১.৯২ কোটি টাকা চার্জ করেছিলেন।
5/6
আলিয়া ভট্ট-গত বছর সবচেয়ে বেশি আয় করে এই তালিকায় প্রথম স্থানে আলিয়া ভট্ট। ফোর্বসের ২০১৯-এর তালিকা অনুসারে, আলিয়ার গত বছরের আয় ছিল ৫৯.২১ কোটি টাকা।
6/6
বলিউডে সবচেয়ে বেশি রোজগেরে অভিনেত্রীদের মধ্যে সামনের সারিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও অনুষ্কা শর্মাদের মতো তারকারা। বেশ কিছুদিন ধরে অনুষ্কাকে সিনেমায় দেখা না গেলেও ওটিটি প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে তাঁর ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ ও ‘বুলবুল’ দর্শকদের বেশ পছন্দ হয়েছে। এখন দেখে নেওয়া যাক বলিউডে সবচেয়ে ধনী অভিনেত্রী কারা।