এক্সপ্লোর
দীপিকা থেকে অনুষ্কা, বলিউডের সবচেয়ে ধনী এই পাঁচ অভিনেত্রী
1/6

ক্যাটরিনা কাইফ-বলিউডের ‘চিকনি চামেলি’ অর্থাত্ ক্যাটরিনা কাইফের গত বছরের আয় ছিল ২৩.৬৩ কোটি টাকা। এর ভিত্তিতে তালিকায় তাঁর স্থান ২৩ তম। সিনেমার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের অ্যাম্বাসাডরও তিনি।
2/6

অনুষ্কা শর্মা-অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মার ২০১৯-এ আয় ছিল ২৮.৬৭ কোটি টাকা। অনুষ্কা ও তাঁর স্বামী বিরাট কোহলি মিন্ত্রার মতো বেশ কিছু বড় ব্র্যান্ডের অ্যাম্বাসাডরও। ফোর্বস তালিকায় অনুসারে সবচেয়ে বেশি আয়ের সেলিব্রিটিদের তালিকায় ২১ নম্বরে অনুষ্কা।
Published at :
আরও দেখুন






















