এক্সপ্লোর
Aryan Khan Drug Case: চোখের তলায় কালি, রোগা হয়ে গিয়েছেন! জেল-জীবনে ধকল স্পষ্ট আরিয়ানের চেহারায়!

Aryan Khan Drug Case
1/16

বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ানকে গত ২ অক্টোবর এনসিবি প্রমোদতরী মাদক মামলায় গ্রেফতার করেছিল। তারপর থেকে পরিবারের বিলাসিতা ছেড়ে কখনও এনসিবি হেফাজতে, কখনও জেলে থাকতে হয়েছে আরিয়ানকে।
2/16

শাহরুখ ও তাঁর স্ত্রী গৌরির সঙ্গে আরিয়ানও খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আর তার প্রভাব আরিয়ানে চোখে-মুখে, চেহারায় স্পষ্ট।
3/16

২ অক্টোবর গ্রেফতার হওয়ার পর আরিয়ান ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে ছিলেন এবং এরপর থেকে জেলে রয়েছেন তিনি।
4/16

এরপর থেকে যখনই তাঁকে আদালতে পেশের জন্য নিয়ে যাওয়া হয়েছে, তখন তাঁর চোখের তলায় কালি পড়তে দেখা গিয়েছে। আগের তুলনায় রোগাও দেখিয়েছে তাঁকে। উল্লেখ্য, মেডিক্যালি আরিয়ান একেবারেই ফিট। কিন্তু বাড়ি ও সেখানকার জীবনযাত্রার অভাব তিনি স্পষ্টতই অনুভব করছেন।
5/16

আজ হাইকোর্টে আরিয়ানের জামিন আর্জির শুনানি।
6/16

আজ জামিন না পেলে আরিয়ানকে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে। কারণ, দীপাবলির ছুটির কারণে আদালত বন্ধ থাকবে। পরবর্তী শুনানি ১৪ নভেম্বরের পরেই হবে।
7/16

বলাই বাহুল্য, বিলাসবহুল জীবনে অভ্যস্ত আরিয়ান। আর এই জীবনযাপন ও পার্টির জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে থাকতেন আরিয়ান।
8/16

সোশাল মিডিয়ায় আরিয়ানের ছবি সামনে আসত। ছবিগুলিতে তাঁকে বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দে মেতে থাকতে দেখা যেত।
9/16

২ অক্টোবর ক্রুজ পার্টিতে হানা দিয়ে এনসিবি আরিয়ান সহ কয়েকজনকে গ্রেফতার করেছিল। এরপর কিলা রোড কোর্ট থেকে আরিয়ানের ৪ অক্টোবর পর্যন্ত হেফাজত পেয়েছিল এনসিবি।
10/16

৪ অক্টোবর ফের ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানের এনসিবি হেফাজতের নির্দেশ দেওযা হয়। এরপর ৭ অক্টোবর থেকে আর্থার রোড জেলে বন্দি তিনি।
11/16

এরমধ্যে আরিয়ানকে যতবারই বাইরে দেখা গিয়েছে, ততবারই তাঁর চোখ দেখেই বোঝা গিয়েছে কতটা কষ্টের মধ্যে রয়েছেন তিনি। উল্লেখ্য, জেলে কোনও বিশেষ সুবিধা পাচ্ছেন না আরিয়ান।
12/16

আরিয়ান জেলে অন্য কয়েদিদের সঙ্গেই রয়েছেন।
13/16

আর পাঁচজন বন্দির মতোই জেলে রাখা হয়েছে তাঁকে। ঘুমোনোর ক্ষেত্রেও সাধারণ বন্দিদের মতোই সুবিধা দেওয়া হচ্ছে তাঁকে।
14/16

আর্থার রোড জেলের ব্যারাক নম্বর ১-এ রাখা হয়েছে আরিয়ান ও আরবাজ মার্চেন্টকে।
15/16

জেল থেকে আরিয়ান একবার ভিডিও কলে মা গৌরি ও বাবা শাহরুখের সঙ্গে কথা বলেছিলেন। আর সেই সময় পুরো পরিবারই আবেগবিহ্বল হয়ে পড়েছিল।
16/16

শাহরুখ ও আরিয়ানের অনুরাগীরা তাঁর দ্রুত মুক্তির কামনা করছেন। এজন্য মন্নতের বাইরে প্রতিদিনই ভিড় জমতে দেখা গিয়েছে।
Published at : 26 Oct 2021 12:32 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
