এক্সপ্লোর
Salman Khan: ‘কাচ বিঁধে গিয়েছিল মুখে…ক্ষমা চাননি সলমন’, ‘চোরি চোরি চুপকে চুপকে’র শ্যুটিংয়ে কী ঘটেছিল?
Adi Irani: ঠিক কী হয়েছিল 'চোরি চোরি চুপকে চুপকে'র শ্যুটিংয়ের সময়? -ফাইল চিত্র।

-ফাইল চিত্র।
1/10

মারামারির দৃশ্যে অভিনয় করতে গিয়ে অনেক সময় আঘাত লেগে যায়। বিগ বি অমিতাভ বচ্চনও শ্যুটিং করতে গিয়ে আঘাত পেয়েছিলেন।
2/10

এবার সলমন খানকে নিয়েও তেমনই তথ্য সামনে এল। সলমন আঘাত পাননি, বরং তাঁর জন্য অন্য কেউ আঘাত পান বলে জানা গেল। তবে ভুলবশত হলেও, সলমন ক্ষমা চাননি বলে অভিযোগ।
3/10

সলমনকে নিয়ে মুখ খুলেছেন ‘বাজিগর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’র মতো ছবিতে অভিনয় করা আদি ইরানি। ‘চোরি চোরি চুপকে চুপকে’র শ্যুটিংয়েই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।
4/10

আদি জানিয়েছেন, ছবিতে মারামারির একটি দৃশ্য ছিল। সেই সময় ভুলবশত তাঁকে কাচের ফ্রেমে ছুড়ে ফেলেন সলমন।
5/10

কাচের ফ্রেমে ধাক্কা খাওয়ায় মুখে টুকরো বিঁধে গিয়েছিল আদির। রক্ত ঝরছিল। কিন্তু সলমন তাঁর কাছে ক্ষমা চাননি, বরং সেট ছেড়ে বেরিয়ে যান বলে দাবি আদির।
6/10

আদি জানিয়েছেন, এর পরও শ্যুটিং চালিয়ে যান তিনি। কারণ সেই সময় পরিস্থিতি এমন ছিল যে, শ্যুটিং না করলে আর্থিক লোকসান হতো।
7/10

তবে সলমন সঙ্গে সঙ্গে ক্ষমা না চাইলেও, পরে তাঁকে ফোন করেন বলে জানান আদি। তিনি জানান, তিনি আহত হওয়ার পর সলমন সেট ছেড়ে বেরিয়ে যান। Sorry-ও বলেননি, ক্ষমাও চাননি। বরং নিজের ঘরে ঢুকে গিয়েছিলেন।
8/10

কিন্তু পর দিন সলমন তাঁকে ফোন করেন। নিজের অপরাধ কবুল করেন। সলমন বলেন, “আদি আমি অত্যন্ত দুঃখিত। তোমার চোখের দিকে তাকানোর সাহসও নেই আমার। এত খারাপ লাগছিল…।”
9/10

আদির মতে সলমন এমন একজন মানুষ, যিনি সহজে Sorry বলতে পারেন না। কিন্তু ভিতরে ভিতরে অনুতপ্ত বোধ করেন।
10/10

আদি জানিয়েছেন, সলমন সঙ্গে সঙ্গে ক্ষমা না চাওয়ায় আহতই হয়েছিলেন তিনি। কিন্তু পরে সলমন যখন ফোন করেন, অভিনেতা যে সত্যিই ক্ষমাপ্রার্থী, অনুভব করেন আদি।
Published at : 15 Mar 2025 12:21 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিজ্ঞান
জেলার
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
