এক্সপ্লোর
Salman Khan:চাওয়া-পাওয়া নিয়ে রাতভর আড্ডা, আবেগতাড়িত হয়ে আমিরকে নিজের লাকিচার্মও দিয়ে দেন সলমন!
Aamir Khan: নামমাত্র বন্ধু নন, বিপদে আপদেও পাশে থাকেন পরস্পরের। আবার একান্ত আড্ডায় হয়ে পড়েন আবেগপ্রবণও। সলমন-আমিরের গভীর বন্ধুত্বের প্রমাণ মিলল আরও একবার।
পুরনো চাল ভাতে বাড়ে, প্রমাণ করলেন সলমন-আমির।
1/10

নেহাত কাকতালীয় ঘটনা, নাকি গভীর সংযোগ, তা তর্কসাপেক্ষ। তবে বলিউডের তিন খানের পদবী যেমন এক, জন্মও তেমন একই বছরে, আবার বিনোদন জগতে প্রবেশও পর পরই। তিন দশকেরও বেশি সময় ধরে টাল খায়নি তাঁদের জায়গা।
2/10

পেশাগত প্রতিদ্বন্দ্বিতা, রেষারেষি যদিও বা রয়েছে, কিন্তু ব্যক্তিগত সম্পর্কে তার আঁচ পড়ে না। সিলভার স্ক্রিনের বাইরে যে পরস্পরের ঘনিষ্ঠ তাঁরা, আরও একবার তা প্রমাণ করলেন সলমন খান এবং আমির খান। জানালেন, তাঁর জীবনে সৌভাগ্য আনতে নিজের লাকিচার্ম পর্যন্ত নির্দ্বিধায় ত্যাগ করেছেন সলমন।
Published at : 13 Jul 2023 11:57 AM (IST)
আরও দেখুন






















