দুজনের এই সম্পর্ক ৬ বছর স্থায়ী হয়েছিল। পরে ২০১৬-তে রণবীর ও ক্যাটরিনা একে অপরের থেকে আলাদা হয়ে যান। সূত্রের খবর, রণবীরের পরিবার ক্যাটরিনাকে তাদের পুত্রবধূ বলে মানতে চাইছিল না। এই কারণেই দুজনের ব্রেকআপ হয়ে যায়।
2/7
এর জবাবে ক্যাটরিনা জানিয়েছেন, দুটির মধ্যে কোনও একটি বিয়েতে যেতে হলে তিনি অর্জুনকেই বেছে নেবেন। কারণ, অর্জুন তাঁর রাখি ভাই। তাই অর্জুনের বিয়েতেই যাবেন তিনি। উল্লেখ্য, রণবীর ও ক্যাটরিনা ২০০৯ সালে অজব প্রেম কি গজব কহানি-র সময় একে অপরের কাছাকাছি আসেন। ওই সময় দুজনের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন ছড়িয়েছিল।
3/7
না? এ ব্যাপারে ক্যাটরিনাও তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। আসলে ক্যাটরিনা সম্প্রতি নেহা ধূপিয়ার চ্যাট শো নো ফিল্টার নেহা-তে এসেছিলেন। সেখানে তাঁকে রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। জিজ্ঞাসা করা হয়, যদি রণবীর-আলিয়া ও মালাইকা-অর্জুন কপূরের বিয়ে একইদিনে হয়ে, তাহলে কোনও বিয়ের অনুষ্ঠানে যাবেন তিনি?
4/7
বলিউডে একটা সময় রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে কম জল্পনা ছিল না। কাজেই অনুরাগীদের এই কৌতুহল স্বাভাবিক যে, রণবীরের বিয়েতে আসবেন কী তাঁর প্রাক্তন গার্লফ্রেন্ড?
5/7
এরইমধ্যে রণবীরের অনুরাগীদের মধ্যে একটা বিষয় জানতে প্রবল আগ্রহ রয়েছে। তা হল রণবীরের বিয়ের অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফকে কি দেখা যাবে?
6/7
কিন্তু এ বছর রণবীরের বাবা তথা বলিউডের প্রবীন অভিনেতা ঋষি কপূরের মৃত্যু ও করোনার কারণে সেই পরিকল্পনা আপাতত পিছিয়ে গিয়েছিল বলে খবর। এরপর শোনা যাচ্ছে যে, আলিয়া ও রণবীর আগামী বছর বিয়ে করতে পারেন। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
7/7
বিগত কিছুদিন ধরেই রণবীর কপূর ও আলিয়া ভট্টর বিয়ে নিয়ে জোর জল্পনা চলছে। সূত্র অনুসারে গত বছরের শেষের দিকে খবর এসেছিল যে, তাঁরা ২০২০ অর্থাৎ এ বছর বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।