এক্সপ্লোর
রণবীর কপূরের বিয়েতে যাবেন? ক্যাটরিনা বললেন....
1/7

দুজনের এই সম্পর্ক ৬ বছর স্থায়ী হয়েছিল। পরে ২০১৬-তে রণবীর ও ক্যাটরিনা একে অপরের থেকে আলাদা হয়ে যান। সূত্রের খবর, রণবীরের পরিবার ক্যাটরিনাকে তাদের পুত্রবধূ বলে মানতে চাইছিল না। এই কারণেই দুজনের ব্রেকআপ হয়ে যায়।
2/7

এর জবাবে ক্যাটরিনা জানিয়েছেন, দুটির মধ্যে কোনও একটি বিয়েতে যেতে হলে তিনি অর্জুনকেই বেছে নেবেন। কারণ, অর্জুন তাঁর রাখি ভাই। তাই অর্জুনের বিয়েতেই যাবেন তিনি। উল্লেখ্য, রণবীর ও ক্যাটরিনা ২০০৯ সালে অজব প্রেম কি গজব কহানি-র সময় একে অপরের কাছাকাছি আসেন। ওই সময় দুজনের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন ছড়িয়েছিল।
Published at :
আরও দেখুন






















