আপাতত লন্ডন থেকে ফেরার পর যাঁদের সঙ্গে তাঁর দেখা হয়েছিল, তাঁদের তালিকা তৈরি করা হচ্ছে। (ছবি-ইনস্টাগ্রাম)
2/10
কণিকা শুধু ভালো গায়িকাই নন, তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কত্থক নৃত্যশিল্পীও। কণিকার বিরুদ্ধে তথ্য গোপন এবং দায়িত্বজ্ঞানহীনতারও অভিযোগ উঠেছে। (ছবি-ইনস্টাগ্রাম)
3/10
বলিউডের সঙ্গে যুক্ত প্রথম তারকা কণিকা, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। (ছবি ইনস্টাগ্রাম)
4/10
১৯৯৭-তে চিকিত্সক রাজ চন্দোক নামে এক ব্যক্তিকে বিয়ে করেন কণিকা। তখন তাঁর বসয় ছিল ১৮। ২০১২-তে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। (ছবি ইনস্টাগ্রাম)
5/10
কণিকা তিন সন্তানের জননী। তাঁর সন্তানরা লন্ডনে থাকেন। (ছবি-ইনস্টাগ্রাম)।
6/10
এরপর কণিকা আরও কয়েকটি জনপ্রিয় গানে কন্ঠ দিয়েছিলেন। যেগুলির মধ্যে রয়েছে ‘চিটিয়া কলাইয়াঁ’, ‘টুকুর টুকুর’, ‘সুপার গার্ল ফ্রম চায়ানা’-র মতো গান। (ছবি-ইনস্টাগ্রাম)
7/10
কণিকা ২০১৪-তে সানি লিওনের সিনেমায় একটি গান গেয়েছিলেন। সেই গান ‘বেবি ডল’। এই গানের মাধ্যমেই বলিউডে যাত্রা শুরু করেছিলেন তিনি। প্রথম গানই তাঁকে এত খ্যাতি এনে দেয় যে, রাতারাতি তিনি সিঙ্গিং সেনসেশন হয়ে পড়েন। ‘রাগিনী এমএমএস ২’ সিনেমায় এই গান গিয়েছিলেন তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)।
8/10
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কণিকার পরিবার খুবই বড়। সেখানে তাঁর বাবার ব্যবসা রয়েছে। তাঁর মা বুটিক পরিচালনা করেন। (ছবি-ইনস্টাগ্রাম)।
9/10
কণিকা আদতে উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা। লখনউতেই তাঁর জন্ম। স্কুল ও কলেজের পড়াশোনাও করেছেন এই শহরেই। (ছবি-ইনস্টাগ্রাম)
10/10
বলিউডের গায়িকা কণিকা কপূর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। কিছুদিন আগে তিনি লন্ডন থেকে ফিরেছিলেন। আপাতত লখনউয়ের একটি হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে। ছবি-ইনস্টাগ্রাম