এক্সপ্লোর
Bollywood Wedding: মুম্বই উড়ে এলেন স্বয়ং ভিভ, ঢাকঢোল পিটিয়ে নয়, অভিনেতার সঙ্গে কোর্ট ম্যারেজ মেয়ে মাসাবার
Masaba Gupta Wedding: বন্ধু বলে জানতেবন সকলে। সম্পর্কের কথা চাউর হয়নি। আচমকা বিয়ের কথা ঘোষণা করে চমকে দিলেন মাসাবা এবং সত্যদীপ।
নবদম্পতি। ছবি: মাসাবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10

তারকা ফ্যাশন ডিজাইনারের সঙ্গে বিয়ের পিঁড়িতে অভিনেতা। মায়ানগরীতে নতুন জীবনে পা রাখলেন আরও এক যুগল। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারকা ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্ত এবং অভিনেতা সত্যদীপ মিশ্র।
2/10

একসঙ্গে এর আগে দেখা গিয়েছে বটে, তবে তাঁদের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি বলে মনে হয়নি অনেকেরই। তাই বিয়ের খবর সামনে এনে অনুরাগীদের চমকে দিয়েছেন মাসাবা এবং সত্যদীপ। বিয়ের বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তাঁরা।
Published at : 27 Jan 2023 03:46 PM (IST)
আরও দেখুন






















