এক্সপ্লোর
Kangana Ranaut: Tejas ফ্লপ হওয়ায় টেনশনে কঙ্গনা ? সোশ্যালে কী শেয়ার করলেন অভিনেত্রী ?
মূলত ২৭ অক্টোবর কঙ্গনা রানাউত অভিনীত নতুন ছবি 'তেজস'।বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সম্প্রতি তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

Tejas ফ্লপ হওয়ায় টেনশনে কঙ্গনা ? সোশ্যালে কী শেয়ার করলেন অভিনেত্রী ?
1/10

মূলত ২৭ অক্টোবর কঙ্গনা রানাউত অভিনীত নতুন ছবি 'তেজস'।
2/10

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সম্প্রতি তার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
3/10

যেখানে তাকে গভীর চিন্তায় ডুবে নৌকায় বসে থাকতে দেখা গিয়েছে।
4/10

'তেজস' ছবির ফ্লপ হওয়ার পর বলিউডের কুইন কঙ্গনা রানাউত বেশ বিচলিত হয়ে পড়েছেন। বিষয়টি মেনে নিয়েছেন অভিনেত্রী নিজেই।
5/10

'তেজস' ছবির গল্প মূলত এয়ারফোর্সের এক বিমান চালককে নিয়ে, যে দেশকে রক্ষা করতে যে কোনও পর্যায়ে যেতে পারে।
6/10

সম্প্রতি কঙ্গনা শ্রীকৃষ্ণের নগরে দর্শন করতে পৌঁছেছিলেন। যার কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি।
7/10

এসব ছবিতে শ্রীকৃষ্ণের দর্শন নিচ্ছেন এবং আশীর্বাদ নিচ্ছেন অভিনেত্রী। আবারও শাড়িতে তার ক্লাসি লুক দেখা গেল ছবিতে।
8/10

শ্রীকৃষ্ণকে দেখার পর, কঙ্গনা রানাউত নৌকা ভ্রমণ করলেন। এসময় তাকে গভীর চিন্তায় ডুবে থাকতে দেখা যায়।
9/10

তেজস গিলের বায়োপিক নিয়ে এই ছবি চলতি বছরে সবচেয়ে বড় ফ্লপ ছবির তালিকায় নাম লিখিয়েছে।
10/10

ইতিমধ্যেই দেশের একাধিক মাল্টিপ্লেক্স থেকে বাতিল হয়েছে কঙ্গনার এই ছবির শো।
Published at : 03 Nov 2023 10:04 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
