সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ প্রেমপর্ব পরিণতি পেল চিত্রাঙ্গদার। জহর গঙ্গোপাধ্যায়ের বাড়িতে বসেছিল বিয়ের আসর। আসলে জহর গঙ্গোপাধ্যায়ের নাতি হলে সম্বিত। পেশায় তিনি পারকাশনিস্ট। এদিন বাগদানের আসরে উপস্থিত ছিলেন টলিউডের বেশ কিছু চেনা মুখও।
জামাইবাবুর সঙ্গে খুনসুটির মেজাজে দেখা গেল ঋতাভরীকে। পরিবারের নতুন সদস্যকে ইতিমধ্যেই বেশ আপন করে নিয়েছেন তিনি।
5/8
দিদি চিত্রাঙ্গদার সঙ্গে মিল রেখে সাদা-লাল পোশাকেই সাজলেন ঋতাভরী। দিদির ব্যাচেলর পার্টি নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়ছেন তিনি।
6/8
কেক কেটে, আংটি বদল করে মহা সমারোহেই চিত্রাঙ্গদা সম্বিতের। পালন করা হল সমস্তরকম সাবেক নিয়ম কানুনও।
7/8
নিজের বাগদানের ছবি শেয়ার করে মজার ক্যাপশান লিখেছিলেন চিত্রাঙ্গদা। সম্বিতের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, 'মুম্বইয়ের দালালদের আর মিথ্যে কথা বলতে হবে না,আমরা এখন আইনতভাবে এনগেন্জড'
8/8
সূত্রের খবর, সাত পাকে বাঁধা পড়তে এখনও দেরি আছে সম্বিত-চিত্রাঙ্গদার। কিন্তু দিদির বাগদানের মজার ছবি শেয়ার করে ফের একবার স্মৃতি উস্কে দিলেন ঋতাভরী।