এক্সপ্লোর
Chitragada Marriage Album: রাজবাড়িতে বিবাহ বাসর, ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদার বিয়েতে তারকা সমাহার
Chitragada Marriage Album: লাল বেনারসিতে বিয়ের দিন অপরূপ দেখাচ্ছিল চিত্রাঙ্গদাকে। ভারি সোনার গয়না পরেছিলেন তিনি। কপালে ছিল ছোট্ট লাল টিপ আর চন্দন
রাজবাড়িতে বিবাহ বাসর, ঋতাভরী দিদি চিত্রাঙ্গদার বিয়েতে তারকা সমাহার
1/10

হলুদ গাঁদার মালা আর হলুদ আলোয় সেজে উঠেছিল বর্ধমান রাজবাড়ি। ফ্যাশান দুনিয়ায় চিত্রাঙ্গদা শতরূপা (Chitrangada Satarupa)-র পরিচিতি 'ভিন্টেজ গার্ল' বলে। তিনি যেন আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধন। আর তাঁর বিয়েতে সাবেকিয়ানার ছোঁয়া থাকবে না তাও কি হয়?
2/10

চিত্রাঙ্গদা আর সম্বিত চট্টোপাধ্যায়ের সাত পাকে বাঁধা পড়ার দিনের ভ্যেনু থেকে শুরু করে মেনু, সাজ থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, সবেতেই রইল বাঙালিয়ানা আর ঐতিহ্যের ছোঁয়া। এবিপি লাইভে রইল চিত্রাঙ্গদার বিয়ের অ্যালবাম।
Published at : 01 Jan 2023 11:52 AM (IST)
আরও দেখুন






















