এক্সপ্লোর
Chitragada Marriage Album: রাজবাড়িতে বিবাহ বাসর, ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদার বিয়েতে তারকা সমাহার
Chitragada Marriage Album: লাল বেনারসিতে বিয়ের দিন অপরূপ দেখাচ্ছিল চিত্রাঙ্গদাকে। ভারি সোনার গয়না পরেছিলেন তিনি। কপালে ছিল ছোট্ট লাল টিপ আর চন্দন
![Chitragada Marriage Album: লাল বেনারসিতে বিয়ের দিন অপরূপ দেখাচ্ছিল চিত্রাঙ্গদাকে। ভারি সোনার গয়না পরেছিলেন তিনি। কপালে ছিল ছোট্ট লাল টিপ আর চন্দন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/01798127625be776cd9aef3238d87051167255411427849_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজবাড়িতে বিবাহ বাসর, ঋতাভরী দিদি চিত্রাঙ্গদার বিয়েতে তারকা সমাহার
1/10
![হলুদ গাঁদার মালা আর হলুদ আলোয় সেজে উঠেছিল বর্ধমান রাজবাড়ি। ফ্যাশান দুনিয়ায় চিত্রাঙ্গদা শতরূপা (Chitrangada Satarupa)-র পরিচিতি 'ভিন্টেজ গার্ল' বলে। তিনি যেন আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধন। আর তাঁর বিয়েতে সাবেকিয়ানার ছোঁয়া থাকবে না তাও কি হয়?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/8e9d3812a97e330e1d0442a0df20a1a35d943.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হলুদ গাঁদার মালা আর হলুদ আলোয় সেজে উঠেছিল বর্ধমান রাজবাড়ি। ফ্যাশান দুনিয়ায় চিত্রাঙ্গদা শতরূপা (Chitrangada Satarupa)-র পরিচিতি 'ভিন্টেজ গার্ল' বলে। তিনি যেন আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধন। আর তাঁর বিয়েতে সাবেকিয়ানার ছোঁয়া থাকবে না তাও কি হয়?
2/10
![চিত্রাঙ্গদা আর সম্বিত চট্টোপাধ্যায়ের সাত পাকে বাঁধা পড়ার দিনের ভ্যেনু থেকে শুরু করে মেনু, সাজ থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, সবেতেই রইল বাঙালিয়ানা আর ঐতিহ্যের ছোঁয়া। এবিপি লাইভে রইল চিত্রাঙ্গদার বিয়ের অ্যালবাম।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/04d06bb28b004d63caa3a96d8510b059d8554.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চিত্রাঙ্গদা আর সম্বিত চট্টোপাধ্যায়ের সাত পাকে বাঁধা পড়ার দিনের ভ্যেনু থেকে শুরু করে মেনু, সাজ থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, সবেতেই রইল বাঙালিয়ানা আর ঐতিহ্যের ছোঁয়া। এবিপি লাইভে রইল চিত্রাঙ্গদার বিয়ের অ্যালবাম।
3/10
![লাল বেনারসিতে বিয়ের দিন অপরূপ দেখাচ্ছিল চিত্রাঙ্গদাকে। ভারি সোনার গয়না পরেছিলেন তিনি। কপালে ছিল ছোট্ট লাল টিপ আর চন্দন। বিয়েতে মেহেন্দি পরার স্রোতে গা না ভাসিয়ে, আলতায় হাত রাঙিয়েছিলেন চিত্রাঙ্গদা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/7331feafae76c88811b989a098167de60fd46.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
লাল বেনারসিতে বিয়ের দিন অপরূপ দেখাচ্ছিল চিত্রাঙ্গদাকে। ভারি সোনার গয়না পরেছিলেন তিনি। কপালে ছিল ছোট্ট লাল টিপ আর চন্দন। বিয়েতে মেহেন্দি পরার স্রোতে গা না ভাসিয়ে, আলতায় হাত রাঙিয়েছিলেন চিত্রাঙ্গদা।
4/10
![মাথায় ছিল সোলার মুকুট। টায়রা নয়, ভারি টিকলি বেছে নিয়েছিলেন অভিনেত্রী। কোহল চোখ ছাড়া মুখে ছিল হালকা মেকআপ। আর অভিনেত্রীর সাজ সম্পূর্ণ করেছিল তাঁর সোনা ঝরানো হাসি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/2e13c9bfa51aac165c6f123b7fed2f3242cdd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মাথায় ছিল সোলার মুকুট। টায়রা নয়, ভারি টিকলি বেছে নিয়েছিলেন অভিনেত্রী। কোহল চোখ ছাড়া মুখে ছিল হালকা মেকআপ। আর অভিনেত্রীর সাজ সম্পূর্ণ করেছিল তাঁর সোনা ঝরানো হাসি।
5/10
![ছর শেষের বাঙালি এই বিয়ে হল মহিলা পুরোহিতের হাত ধরে। হল না কন্যাদান। বর বধূ সিঁদুর পরিয়ে দিলেন একে অপরকে। এ যেন ঠিক ঋতাভরীর ছবিরই পুনরাবৃত্তি। এই বার্তাই তো দিয়েছিল ঋতাভরী অভিনীত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' (Bramha Janen Gopon Kommoti)। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত উইন্ডোজের প্রযোজিত এই ছবি বড়পর্দায় তুলে ধরেছিল মহিলা পুরোহিতের গল্প। নন্দিনী ভৌমিকের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঋতাভরী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/787a38e59e6e144c03f6faf7b483868642e00.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছর শেষের বাঙালি এই বিয়ে হল মহিলা পুরোহিতের হাত ধরে। হল না কন্যাদান। বর বধূ সিঁদুর পরিয়ে দিলেন একে অপরকে। এ যেন ঠিক ঋতাভরীর ছবিরই পুনরাবৃত্তি। এই বার্তাই তো দিয়েছিল ঋতাভরী অভিনীত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' (Bramha Janen Gopon Kommoti)। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত উইন্ডোজের প্রযোজিত এই ছবি বড়পর্দায় তুলে ধরেছিল মহিলা পুরোহিতের গল্প। নন্দিনী ভৌমিকের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঋতাভরী।
6/10
![আর দিদির বিয়েতে সিঁদুরদানর ছবি শেয়ার করে নিতে গিয়ে ঋতাভরীর মনে পড়ল তাঁর চরিত্রকেই। দিদির বিয়ের সিঁদুরদানের ছবির সঙ্গে সঙ্গে তিনি শেয়ার করে নিলেন নিজের পর্দার চরিত্রের ছবিও। নিজের সোশ্যাল মিডিয়ায় দিদির সিঁদুরদানের ছবি শেয়ার করে ঋাতভরী লিখেছেন, 'অসাম্যটুকু মুছে শুধু সাম্যটুকু গড়তে চেয়েছি নিজেদের ছবি দিয়ে। নিজেদের জীবনে। আমার দিদির বিয়ে। ২০২২ সালের সবচেয়ে প্রিয় মুহূর্ত।' ছবিতে দেখা যাচ্ছে, সম্বিতকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন চিত্রাঙ্গদা আর দিদির কাঁধে হাত রেখে বসে রয়েছেন ঋতাভরী, তাঁর মুখে যেন তৃপ্তির হাসি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/3b53b7bea22719c7479adbb4b4f913dbdc820.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর দিদির বিয়েতে সিঁদুরদানর ছবি শেয়ার করে নিতে গিয়ে ঋতাভরীর মনে পড়ল তাঁর চরিত্রকেই। দিদির বিয়ের সিঁদুরদানের ছবির সঙ্গে সঙ্গে তিনি শেয়ার করে নিলেন নিজের পর্দার চরিত্রের ছবিও। নিজের সোশ্যাল মিডিয়ায় দিদির সিঁদুরদানের ছবি শেয়ার করে ঋাতভরী লিখেছেন, 'অসাম্যটুকু মুছে শুধু সাম্যটুকু গড়তে চেয়েছি নিজেদের ছবি দিয়ে। নিজেদের জীবনে। আমার দিদির বিয়ে। ২০২২ সালের সবচেয়ে প্রিয় মুহূর্ত।' ছবিতে দেখা যাচ্ছে, সম্বিতকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন চিত্রাঙ্গদা আর দিদির কাঁধে হাত রেখে বসে রয়েছেন ঋতাভরী, তাঁর মুখে যেন তৃপ্তির হাসি।
7/10
![গত ২৪ তারিখ সাত পাকে বাঁধা পড়েছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ২০২১ সালেই। কিন্তু করোনার জন্য পিছিয়ে যায় সেই বিয়ে। অবশেষে বাইশের শেষে সাত পাকে বাঁধা পড়লেন সম্বিত চিত্রাঙ্গদা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/458adea33277d0a1e699beace8acbab5515e1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গত ২৪ তারিখ সাত পাকে বাঁধা পড়েছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ২০২১ সালেই। কিন্তু করোনার জন্য পিছিয়ে যায় সেই বিয়ে। অবশেষে বাইশের শেষে সাত পাকে বাঁধা পড়লেন সম্বিত চিত্রাঙ্গদা।
8/10
![এদিন দুই তারকার বিয়েতে হাজির ছিলেন সুর ও সিনেমার জগতের অনেক তারকারা। সম্বিত পেশায় সঙ্গীতশিল্পী। সম্বিত বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে সম্বিত। চিত্রাঙ্গদা অভিনেত্রী। বিবাহ বাসরে উপস্থিত ছিলেন রূপম ইসলাম, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, শুভমিতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক সঙ্গীতশিল্পী। ছিলেন পার্নো মিত্র, অরিত্র মুখোপাধ্যায়ের মত চলচ্চিত্র জগতের মানুষেরাও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/b6f9a496a01ea8d9e1a476de32310b912a9e4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন দুই তারকার বিয়েতে হাজির ছিলেন সুর ও সিনেমার জগতের অনেক তারকারা। সম্বিত পেশায় সঙ্গীতশিল্পী। সম্বিত বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে সম্বিত। চিত্রাঙ্গদা অভিনেত্রী। বিবাহ বাসরে উপস্থিত ছিলেন রূপম ইসলাম, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, শুভমিতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক সঙ্গীতশিল্পী। ছিলেন পার্নো মিত্র, অরিত্র মুখোপাধ্যায়ের মত চলচ্চিত্র জগতের মানুষেরাও।
9/10
![কেবল চিত্রাঙ্গদা নয়, সাবেকিয়ানার ছোঁয়া ছিল গোটা পরিবারের সাজেই। মা শতরূপা সেজেছিলেন সাদা শাড়ি লাল পাড়ে, সঙ্গে সোনার গয়না। লেহঙ্গা ও শাড়ি নিয়ে অনন্য এক মেলবন্ধনে সেজে উঠেছিলেন ঋতাভরী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/c926be912b95b2d7406bf8e6c989b91c83e2d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কেবল চিত্রাঙ্গদা নয়, সাবেকিয়ানার ছোঁয়া ছিল গোটা পরিবারের সাজেই। মা শতরূপা সেজেছিলেন সাদা শাড়ি লাল পাড়ে, সঙ্গে সোনার গয়না। লেহঙ্গা ও শাড়ি নিয়ে অনন্য এক মেলবন্ধনে সেজে উঠেছিলেন ঋতাভরী।
10/10
![বিয়ের আসরে চিত্রাঙ্গদার পাশে সমান নজর কাড়ছিলেন ঋতাভরী। এদিন লাল লেহঙ্গার সঙ্গেই শাড়ি পরেছিলেন ঋতাভরী। ভারি জরির কাজের লেহঙ্গা পরেছিলেন ঋতাভরী। আর তার একদিকে কুঁচি দিয়ে ছিল তাঁর লাল শাড়ির আঁচল। লাল সিল্কের শাড়িতেও ছিল জরির কাজ। ঋতাভরীর শাড়ির সঙ্গে ডান কাঁধে ছিল সরু সোনালি পাড়ের লাল ওড়নাও। লেহঙ্গার ভারি সোনালি কাজের পাশে ঢালা লাল শাড়ি যেন চোখের আরাম। লেহঙ্গা আর শাড়ির সঙ্গে গলা ভরা সোনার হার পড়েছিলেন ঋতাভরী। কানে ছিল ভারি দুল আর হাতে মান্তাসা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/01/5e0124317e788dd68376e237c747df8829d03.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিয়ের আসরে চিত্রাঙ্গদার পাশে সমান নজর কাড়ছিলেন ঋতাভরী। এদিন লাল লেহঙ্গার সঙ্গেই শাড়ি পরেছিলেন ঋতাভরী। ভারি জরির কাজের লেহঙ্গা পরেছিলেন ঋতাভরী। আর তার একদিকে কুঁচি দিয়ে ছিল তাঁর লাল শাড়ির আঁচল। লাল সিল্কের শাড়িতেও ছিল জরির কাজ। ঋতাভরীর শাড়ির সঙ্গে ডান কাঁধে ছিল সরু সোনালি পাড়ের লাল ওড়নাও। লেহঙ্গার ভারি সোনালি কাজের পাশে ঢালা লাল শাড়ি যেন চোখের আরাম। লেহঙ্গা আর শাড়ির সঙ্গে গলা ভরা সোনার হার পড়েছিলেন ঋতাভরী। কানে ছিল ভারি দুল আর হাতে মান্তাসা
Published at : 01 Jan 2023 11:52 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)