এক্সপ্লোর
Tollywood Update: মুক্তি পেল জয়-সায়নী-খরাজ অভিনীত 'সিটি অফ জ্যাকেলস'-র পোষ্টার ও টিজার
City of Jackals: মুক্তি পেল সুজিত দত্ত (রিনো) পরিচালিত ছবি সিটি অফ জ্যাকেলস - এর অফিসিয়াল পোষ্টার ও টিজার।আসন্ন নভেম্বর মাসেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ক্রাইম ড্রামা।
মুক্তি পেল জয়-সায়নী-খরাজ অভিনীত সিটি অফ জ্যাকেলস-র পোষ্টার ও টিজার
1/10

মুক্তি পেল প্রার্থনা রিটেল প্রজেক্টস ও মুভি টুভি মিডিয়া প্রাইভেট লিমিটেড প্রযোজিত, সুজিত দত্ত (রিনো) পরিচালিত ছবি সিটি অফ জ্যাকেলস - এর অফিসিয়াল পোষ্টার ও টিজার।
2/10

আর কে সিং ও আশীষ মেহতা পরিবেশিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখার্জী, দেবপ্রসাদ হালদার ও অমিত সাহা।
Published at : 31 Oct 2022 09:10 AM (IST)
আরও দেখুন






















