এক্সপ্লোর
Debina Bonnerjee Update: লাল শাড়িতে কলকাতার রাস্তায় টানা রিক্সায় সওয়ার দেবিনা, বললেন, 'উত্তর কলকাতাকে ভালোবাসি'
দেবিনার কলকাতা নস্ট্যালজিয়া
1/10

তিনি কলকাতার কন্যে। কর্মসূত্রে যদিও এখন তাঁর ঠিকানা মুম্বই। তবে কলকাতার নস্ট্যালজিয়া এখনও ঘিরে ধরে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার শহরের একগুচ্ছ ছবি পোস্ট করলেন দেবিনা বন্দ্যোপাধ্যায়।
2/10

কখনও হলুদ ট্যাক্সি আবার কখনও টানা রিক্সা, কলকাতার রাস্তায় একাধিক ছবি শেয়ার করে নিলেন দেবিনা। লিখলেন, 'উত্তর কলকাতা হল ভালোবাসা। এই হাতে টানা রিক্সা কলকাতা ছাড়া আর কোথাও পাওয়া যাবে না।'
Published at : 01 Nov 2021 11:08 PM (IST)
আরও দেখুন






















