এক্সপ্লোর
Bollywood Lifestyle: দীপিকা, করিনা, আলিয়ার পছন্দের 'চিট মিল' এগুলোই, আপনি চেখে দেখেছেন কখনও?
Cheat Meals of Bollywood Actors: কারও প্রিয় পিৎজা-পাস্তা, কারও চকোলেট-কেক.. যাঁদের ফিটনেস নজরকাড়া, তাঁরা ভালবাসেন এইসব!
কারও প্রিয় পিৎজা-পাস্তা, কারও চকোলেট-কেক.. যাঁদের ফিটনেস নজরকাড়া, তাঁরা ভালবাসেন এইসব!
1/10

নায়ক-নায়িকা মানেই যে ঈর্ষণীয় ফিটনেস, এই ধারণা অলিখিতভাবেই সবার মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। যে কোনও ধরণের পোশাকেই তাঁরা হয়ে ওঠেন নজরকাড়া।
2/10

তবে এই ফিটনেস সহজ নয় একেবারেই। গোটা বছর কড়া শরীরচর্চা, মেপে খাওয়াদাওয়া করতে হয় অভিনেতা অভিনেত্রীদের। পর্দায় সুন্দর দেখানোর জন্য বেশ কঠোর জীবনযাত্রার মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের। বিভিন্ন সময়ে, নিজেদের ডায়েট ফাঁসও করে দেন বলিউডের প্রথম সারির নায়ক নায়িকারা। তবে সবাই, প্রত্যেকদিন কি এতটাই কড়া জীবনযাপন করেন?
Published at : 24 Mar 2024 11:54 PM (IST)
আরও দেখুন






















