এক্সপ্লোর
দেব-রুক্মিণীর রেট্রো লুক, 'কিশমিশ'-এ থাকছেন যীশু, ঋতুপর্ণাও!

ছবি সৌজন্যে: দেব ও রুক্মিণীর ইনস্টাগ্রাম প্রোফাইল
1/10

ফ্লোরে 'কিশমিশ'। শ্যুটিং শুরু রাহুল মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবির। মুখ্য ভূমিকায় রয়েছেন দেব ও রুক্মিণী।
2/10

প্রকাশ্যে এসেছে ছবিতে দেবের লুক। কোঁকড়ানো চুল আর চশমায় দেবকে একেবারে অন্যরকম দেখাচ্ছিল। যীশুর সঙ্গে শ্যুটিং ফ্লোরের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব নিজেই।
3/10

ছবিতে দেবের চরিত্রের নাম কৃশানু ও রুক্মিণীর নাম রোহিনী।যদিও সে প্রথমে নিজের পরিচয় দিচ্ছে 'ফেলুদা' বা 'টিনটিন' বলে। পরে অবশ্য সন্ধিবিচ্ছেদ করে স্পষ্ট করে দিচ্ছেন, সে 'ফেলু-দা'
4/10

কেবল যীশু নয়, শুরুর দিনে সেটে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তও। এই ছবিটি শেয়ার করে অভিনেত্রীকে 'কিশমিশ' এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন দেব।
5/10

কেবল দেব নয়, ছবিতে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন রুক্মিণীও। নিজের এই রেট্রো লুকের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।
6/10

মুক্তি পাওয়া ছোট্ট টিজারে প্রকাশ পেয়েছিল দেব ও রুক্মিণীর কার্টুন। কিন্তু শ্যুটিং শুরু পর মুক্তি পেয়েছে তাঁদের লুক।
7/10

রাহুল মুখোপাধ্যায় জানাচ্ছেন, গোটা ছবির ৭০ শতাংশের শ্যুটিং হবে আর বাকি ৩০ শতাংশ করা হবে ২ডি কার্টুনে।
8/10

শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল অনেকদিন আগেই। কিন্তু করোনা পরিস্থিতিতে পিছিয়ে গিয়েছিল 'কিশমিশ' এর শ্যুটিং। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেও ফ্লোরে 'কিশমিশ'
9/10

'কিশমিশ'-এর এই পোস্টারটি শেয়ার করেছেন দেব-রুক্মিণী সহ ছবির কলাকুশলীরা।
10/10

ছবি সৌজন্যে: দেব ও রুক্মিণীর ইনস্টাগ্রাম প্রোফাইল
Published at : 12 Aug 2021 10:14 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
খবর
Advertisement
ট্রেন্ডিং
