এক্সপ্লোর
Dev on Khadan: 'টেক্কা'-র শ্যুটিং শেষ করেই 'খাদান'-এর প্রস্তুতি শুরু দেবের, সরস্বতী পুজোর দিনই মহরত
Khadan Muhurat: সোশ্যাল মিডিয়ায় ছবির নায়িকাদের সঙ্গে মহরতের ছবি শেয়ার করে নিলেন দেব। চলতি মাসেই শুরু হচ্ছে ছবির শ্যুটিং।

দেবের নতুন ছবি
1/10

'টেক্কা'-র শ্যুটিং শেষ করে সরস্বতী পুজোর দিনই নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিলেন দেব। হয়ে গেল 'খাদান'-এর মহরত।
2/10

সোশ্যাল মিডিয়ায় ছবির নায়িকাদের সঙ্গে মহরতের ছবি শেয়ার করে নিলেন দেব। চলতি মাসেই শুরু হচ্ছে ছবির শ্যুটিং।
3/10

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। অনুরাগীদের মধ্যে এই ছবি নিয়ে বেশ প্রত্যাশা রয়েছে।
4/10

দেব-ইধিকা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন যীশু সেনগুপ্ত।
5/10

এদিন সোশ্যাল মিডিয়ায় সরস্বতী পুজোর ছবি শেয়ার করে নিয়েছেন দেব। আর সেখানেই দেখা গেল, প্রতিমার হাতে রয়েছে দেবের আগামী দুটি ছবির পোস্টার। 'টেক্কা' ও 'খাদান'।
6/10

সদ্য শেষ হয়েছে 'টেক্কা'-র শ্যুটিং। দীর্ঘদিন পরে সৃজিতের সঙ্গে কাজ করছেন দেব। বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র।
7/10

'টেক্কা'-র লুকও প্রকাশ্যে এসেছে সদ্যই সেখানে দেব-রুক্মিণী দুজনের লুকেই বেশ চমক রয়েছে। ছবির গল্পও বেশ আকর্ষণীয়।
8/10

এর আগে, দেব শেয়ার করে নিয়েছিলেন ছবির জন্য রেকি করার কিছু ছবি। 'খাদান' ছবির শ্যুটিংয়ের জন্য খনি এলাকাতে গিয়েছিলেন দেব।
9/10

শোনা যাচ্ছে, বিশেষ চরিত্রে দেখা যেতে পারে অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-কেও। এই ছবিতে, দেবের বিপরীতে অভিনয় করবেন বরখা বিশত (Barkha Bisht)।
10/10

সদ্যই পাণ্ডবেশ্বরে ইসিএল-এর শোনপুর বাজারি কোলিয়ারীতে রেকি করতে যান দেব। খনি এলাকায় ঘুরে ইসিএল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। দেবের এই সফর ঘিরে কোলিয়ারীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
Published at : 15 Feb 2024 02:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
