এক্সপ্লোর
Dev-Rukmini Holiday: সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর অ্যালবাম.. দেব-রুক্মিণীর সফর কেমন কাটছে?
Dev and Rukmini Photos: তুষারপাত, গরম চা আর অবসরযাপন... কাচের ওপার থেকে দেবকে ফ্রেমবন্দি করলেন রুক্মিণী?

তুষারপাত, গরম চা আর অবসরযাপন... কাচের ওপার থেকে দেবকে ফ্রেমবন্দি করলেন রুক্মিণী?
1/10

চারিদিকে সাদা বরফের চাদর.. আর তারমধ্য়ে দাঁড়িয়েই তুষারপাত উপভোগ করছেন পর্দার 'বাঘাযতীন' (Baghajatin) ওরফে দেব
2/10

সোশ্যাল মিডিয়ায় নায়ক সেই ছবি শেয়ার করলেই সোশ্যাল মিডিয়ার কমেন্টবক্স ভরল মুগ্ধ মন্তব্যে। প্রশংসায় ভরালেন অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরা।
3/10

রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)? কাচের ওপারে দাঁড়িয়ে দেবের সেই বরফকে উপভোগ করার ছবি কি ফ্রেমবন্দি করলেন তিনিই?
4/10

আপাতত কাজের ব্যস্ততা সরিয়ে বিদেশে ছুটি কাটাচ্ছেন দেব। অন্যদিকে, রুক্মিণীর সোশ্যাল মিডিয়ার পাতাও ভরছে ছুটি কাটানোর ছবিতে। কখনও সাদা বরফ দেখতে দেখতে গরম চায়ে চুমুক, কখনও প্রাসাদের সৌন্দর্য্য়ে হারিয়ে যাওয়া, কখনও আবার বিদেশের রাস্তায় মজা... একসঙ্গে ছবি না দিলেও অনুরাগীরা অনুমান করে নিচ্ছেন, একসঙ্গেই ছুটি কাটাতে গিয়েছেন নায়ক নায়িকা।
5/10

একসঙ্গে কোয়ালিটি টাইম সামাজিক মাধ্যমে সাধারণত সফরের ছবি একসঙ্গে শেয়ার করে নেন না টলিউডের অন্যতম জনপ্রিয় এই জুটি।
6/10

তাঁদের সম্পর্কের কথা এখন টলিউডের 'ওপেন সিক্রেট'। নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে লুকোচুরিও করেননি দেব-রুক্মিণী।
7/10

সোশ্যাল মিডিয়ায় কোনও সফরের ছবি একসঙ্গে শেয়ার করে নিতে নারাজ তাঁরা দুজনেই। দিন কয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন দেব।
8/10

সেই ছবি দেখেই বোঝা যাচ্ছিল.. সফরে গিয়েছেন তিনি। তবে এই ছুটি কাটানোর ডেস্টিনেশন কোথায়... তা নিয়ে কিছুই লেখা নেই অভিনেতার ছবির ক্যাপশনে।
9/10

রুক্মিণীর ছবিতেও দেখা মিলেছে সমুদ্র, তুষারপাত ও বিদেশের রাস্তাঘাটের। সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়াও রুক্মিণী একটি রিল শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা গেল... নীল জলরাশির ধারে বসে রয়েছেন তিনি।
10/10

তবে একসঙ্গে কোনও ছবি তো নেই বটেই.. নায়ক নায়িকা যে কোথায়... সে বিষয়ে জানা নেই কারও। সদ্য নিজের নতুন ছবি 'প্রধান' -এর শ্যুটিং শেষ করেছেন দেব। আপাতত চলছে পোস্ট প্রোডাকশেনর কাজ। এর ফাঁকেই ছোট্ট ছুটি নিয়েছেন নায়ক।
Published at : 27 Nov 2023 04:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
