এক্সপ্লোর
Devi Chowdhurani: ইতিহাসকে ছুঁয়ে ছবির প্রস্তুতি, তলোয়ার চালানোর কঠিন প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী, বিবৃতি, অর্জুন
Srabanti-Subhrajit: তিনি নাকি পরিচালকের ভাল, বাধ্য ছাত্রী! শুভ্রজিৎ বলছেন, 'শ্রাবন্তী ছাত্রী হিসেবে লেটার নম্বর পাবে। ওর মধ্যে প্রাণশক্তি রয়েছে যেটা প্রশিক্ষণের সময় ছড়িয়ে দেয়'
তলোয়ার চালানো শিখছেন শ্রাবন্তী, বলছেন, 'দেবী চৌধুরানীর বেশে নিজেকে নিয়ে স্বপ্ন দেখছি'
1/10

ইতিহাসের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা যে কতটা কঠিন.. তা হাতেনাতে বুঝতে পারছেন 'দেবী চৌধুরানী'-র (Devi Chowdhurani) গোটা টিম।
2/10

চরিত্র নিয়ে প্রস্তুতির তালিকায় রয়েছে ঘোড়ায় চড়া শেখা থেকে শুরু করে তলোয়ার খেলাও। আর পুজোর আগে, কার্যত সাজসজ্জা ভুলে তলোয়ার খেলায় মগ্ন হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee), বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) ও খোদ পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)।
Published at : 13 Oct 2023 12:29 AM (IST)
আরও দেখুন





















