এক্সপ্লোর
Sreelekha Mitra: প্রথমবার আইটেম নম্বরের শ্যুটিং, সেটে কী করেছিলেন শ্রীলেখা? ফাঁস করলেন পরিচালক
Sreelekha Mitra: 'ছোট থেকে নাচ শিখেছি, এই প্রথম পর্দায় 'আইটেম নম্বর'-এর ডাক পেলাম', বলছেন শ্রীলেখা
'ছোট থেকে নাচ শিখেছি, এই প্রথম পর্দায় 'আইটেম নম্বর'-এর ডাক পেলাম', বলছেন শ্রীলেখা
1/10

তিনি চিরকালই হাঁটেন নিজের ছন্দে। কাজ করেন নিজের শর্তে। এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারেন যাবতীয় কটাক্ষ, বিরূপ মন্তব্যকে। শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।
2/10

সম্প্রতি নতুন ছবি 'নেগেটিভ' (Negative)-এ একটি ছকভাঙা চরিত্রে তাক লাগিয়েছেন তিনি। বাপ্পার পরিচালনায়, এক বারবণিতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শ্রীলেখাকে। তাঁর সেই লুকের ছবি প্রকাশ্যে আনল এবিপি লাইভ (ABP Live)।
Published at : 18 Mar 2024 11:57 PM (IST)
আরও দেখুন






















