এক্সপ্লোর
Durga Puja 2022: অনলাইন শপিং, স্কুলের ছোটদের জন্য উপহার, ঋতাভরীর পুজো প্ল্যানিং
Puja 2022: প্রাচ্য থেকে পাশ্চাত্য, সব সাজেই নজরকাড়া ঋতাভরী। এবার পুজোয় নায়িকার স্টাইল স্টেটমেন্ট কী?
অনলাইন শপিং, স্কুলের ছোটদের জন্য উপহার, ঋতাভরীর পুজো প্ল্যানিং
1/10

তাঁর পুজোর ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে তৃতীয়া থেকেই। কলকাতার বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধনে তাঁকে দেখতে চান যে মানুষ। তাই নায়িকাকে পুজোর প্রথম দিকটা ছুটে বেড়াতে হবে কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত।
2/10

বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তি থেকে শুরু করে পুজোয় পরিবারের সঙ্গে সময় কাটানো.. এসব একা হাতে সামলাতে সত্যিই দশভূজা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। এবিপি লাইভের (ABP Live) সঙ্গে পুজো পরিকল্পনার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী।
Published at : 28 Sep 2022 10:24 AM (IST)
আরও দেখুন






















