এক্সপ্লোর
(Source: Poll of Polls)
Salman Eid Party : ইদের পার্টিতে সলমনের ঘনিষ্ঠ দুই সুন্দরী, নজর সরল না কারও
ইদের পার্টিতে সলমনের ঘনিষ্ঠ দুই সুন্দরী
1/10

বেশ কিছুদিন ধরে সংবাদের শিরোনামে জ্যাকলিন ফার্নান্ডেজ । শ্রীলঙ্কান সুন্দরী বিপাকে পড়েছেন ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জড়ানো সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতার দরুণ।
2/10

প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়াতেই বড়সড় সমস্যায় পড়েছেন তিনি। কিন্তু বলিউডে তাঁর সবথেকে ঘনিষ্ঠ বলতে সল্লুমিঞা ছাড়া আর কে !
3/10

একাধিকবার প্রেমিক সুকেশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ফাঁস হয়েছিল তাঁর।জ্যাকলিন নিয়ে সোশ্যাল মিডিয়া যতই সরগরম হোক না কেন, সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভরসার।
4/10

ইদের খুশিতে তাই সলমনের বোন অর্পিতার পার্টিতে আমন্ত্রিত জ্যাকলিন এসেই জড়িয়ে ধরলেন সলমনকে। হালকা রঙের পোশাকে ফুরফুরে মেজাজে পাওয়া যায় তাঁকে।
5/10

ইদের দিন শেহনাজ গিলকেও দেখা গেল সলমনের পার্টিতে। সল্লুমিঞার বক্ষলগ্না হয়ে ফোকাস কেড়ে নিলেন তিনি।
6/10

কে এই গিল? বিগ বস 13-র মঞ্চ থেকে তাঁর পরিচিতি। যদিও শেহনাজের পরিচিতি ছিল প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লর বিশেষ বান্ধবী হিসেবেও।
7/10

বিগ বস থেকেই সলমনের সঙ্গে পরিচিতি তাঁর। সেই সম্পর্ক সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে। ইদের ঝলমলে সাজে তাই তিনি হাজের সলমনের ডাকে।
8/10

চোখধাঁধানো কালো পোশাকে নজর কেড়েছিলেন শেহনাজ। আলিঙ্গনাবদ্ধ করেছিলেন সলমনকে।
9/10

পার্টির পর শেহনাজকে গাড়ি চাপিয়ে বাড়িও পৌঁছে দেন সলমন। তাঁদের ঘনিষ্ঠতা নজর কাড়ে সবার।
10/10

পার্টিতে দীপিকা পাড়ুকোন, নেহা ধুপিয়া, রণবীর সিং, কিয়ারা আডভাণী, কার্তিক আরিয়ান এবং অন্যান্য তারকারা হাজির ছিলেন।
Published at : 04 May 2022 07:19 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























