এক্সপ্লোর
In Pics: এবার অভিনয়ে পরিচালক শমীক রায় চৌধুরী, ডাবিং শেষ হল 'অসম্পূর্ণ'-এর

শেষ হল ডাবিং
1/10

পরিচালক শমীক রায় চৌধুরী এবার অভিনয়ে। আসছে তাঁর বাংলা ছবি 'অসম্পূর্ণ'। সাইকোলজিক্য়াল ড্রামা ঘরানার ছবি এটি।
2/10

ক্যামেরার সামনে এবার শমীক রায় চৌধুরী। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অমর্ত্য সিংহ। হয়ে গেল সেই ছবির ডাবিং।
3/10

ছবিটি একটি একক পরিবারের উপর ভিত্তি করে তৈরি যেখানে এক স্বামী, স্ত্রী এবং একটি পাঁচ বছর বয়সী কন্যার গল্প উঠে আসে। তবে কেবল একটি পারিবারিক ছবি নয়, এখানে থাকবে নানা ট্যুইস্ট। বিভিন্ন স্তরে বলা হবে ছবির গল্প।
4/10

ছবিতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে শ্রেয়া ভট্টাচার্যকে।
5/10

'অসম্পূর্ণ' ছবিতে অভিনয়ের পাশাপাশি সংলাপও লিখেছেন শমীক রায় চৌধুরী। তাঁর 'ওকিয়াগারি' ছবি ইতিমধ্যেই একাধিক পুরস্কার পেয়েছে।
6/10

'অসম্পূর্ণ' ছবির গল্প ও স্ক্রিপ্ট লিখেছেন পরিচালক অমর্ত্য সিন্হা নিজেই।
7/10

ছবিটির সম্পাদনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রদীপ্ত ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন তমাল কান্তি হালদার।
8/10

এই ছবির প্রত্যেকটি চরিত্রে একাধিক পরত রয়েছে। ফলে অভিনেতা খুঁজতে রীতিমতো অডিশন নিতে হয়েছিল পরিচালককে।
9/10

অমর্ত্য সিন্হা ও তাঁর স্ত্রী মীনাক্ষি শর্মার মস্তিষ্ক প্রসূত এই প্রজেক্ট 'অসম্পূর্ণ'।
10/10

এর আগে ছবির শ্যুটিংয়ের একাধির দৃশ্য প্রকাশ্যে আসে।
Published at : 18 Apr 2022 11:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
