এক্সপ্লোর
Tollywood News: ইশা-ইন্দ্রনীল থেকে শুরু করে দিব্যজ্যোতি, আরাত্রিকা.. শুরু সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে'-র শ্যুটিং
Loho Gauranger Nam Re: সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে'-তে চমক দিব্যজ্যোতি, ইশা আর ইন্দ্রনীলের জুটি
ইশা-ইন্দ্রনীল থেকে শুরু করে দিব্যজ্যোতি, আরাত্রিকা.. শুরু সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে'-র শ্যুটিং
1/11

আজ থেকে শুরু হল সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র নতুন ছবি, 'লহ গৌরাঙ্গের নাম রে'-র শ্যুটিং। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা। সেই স্নানযাত্রার দিনই শুরু হল নতুন ছবির শ্যুটিং।
2/11

এই ছবিতে ৩টি সময়কালকে তুলে ধরা হবে বলে সৃজিত জানিয়েছেন। এর মধ্যে নটি বিনোদিনী, শ্রীচৈতন্য মহাপ্রভু, গিরীশচন্দ্র ঘোষের মতো চরিত্ররা উঠে আসবে।
Published at : 11 Jun 2025 05:36 PM (IST)
আরও দেখুন






















