এক্সপ্লোর
Shammi Kapoor: সামশের রাজ কপূর থেকে শাম্মি কপূর, এক ঝলকে অভিনেতার অজানা কাহিনি
ফাইল ছবি
1/10

সামশের রাজ কপূর থেকে আজকের শাম্মি কপূর। ১৯৩১ সালে আজকের দিনেই জন্ম হয়েছিল বর্ষীয়ান অভিনেতার।
2/10

১৯৫৭ সালে তুমসা নেহি দেখা ছবির হাত ধরে বলিউডে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
3/10

এরপর আর ফিরে দেখতে হয়নি, তাঁদের হেয়ার স্টাইল থেকে সিনেমার সংলাপ ছড়িয়ে পড়েছে সিনে প্রেমীদের মুখে মুখে।
4/10

‘চাহে কই জঙ্গলি কহে’ আজও সবাই একইরকমভাবে মনে রেখেছেন।
5/10

সিনে দুনিয়ার প্রথম রকস্টার বলা হয় শাম্মি কপূরকে।
6/10

রঙিন রাতে ছবিতে পরিচয় হয় গীতা বালির সঙ্গে। প্রথম দেখাতেই পছন্দ হয়।
7/10

এরপর দুজনে বিয়ে করেন। কিন্তু ১৯৬৫ সালে মৃত্যু হয় গীতার।
8/10

জানা যায়, গীতার মৃত্যুতে বেপরোয়া হয়ে গিয়েছিলেন তিনি। এমনকী সন্তানদের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। এরপর পরিবারের চাপে ফের বিয়ে করেন অভিনেতা।
9/10

১৯৬৯ সালে নেইলা দেবীকে বিয়ে করেন শাম্মি কপূর।
10/10

জানা যায়, বিয়ের আগে নেইলাকে শর্ত্য দিয়েছিলেন শাম্মি কপূর। বলেছিলেন, তাঁদের কোনও সন্তান থাকবে না। গীতার সন্তানকে নিজের সন্তান মনে করতে হবে।
Published at : 21 Oct 2021 08:18 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















