এক্সপ্লোর
Gouri Alo: ফের নৃত্য প্রতিযোগী অভিনয়ে, স্বর্ণেন্দুর পরিচালনায় অভিনয়ে পা রাখছেন মেঘনা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/27/85a7b302cd04f2d5574dbbbb5155a66c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মেঘনা
1/10
![কালীপুজোর রাতে একটা বাস দুর্ঘটনা। পুড়ে ঝলসে গিয়েছেন বাসের সমস্ত যাত্রীরা। কেবল বেঁচে গিয়েছিল একরত্তি এক শিশু কন্যা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/27/7606d00c9d8878c7ba4f0934e9b96c3fe0f05.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
কালীপুজোর রাতে একটা বাস দুর্ঘটনা। পুড়ে ঝলসে গিয়েছেন বাসের সমস্ত যাত্রীরা। কেবল বেঁচে গিয়েছিল একরত্তি এক শিশু কন্যা।
2/10
![সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন এক পুরোহিত। তাঁর বাড়িতেই ধীরে ধীরে বেড়ে ওঠে সেই একরত্তি। নাম দেওয়া হয় গৌরী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/27/e672e7f2e1039516064559e058d4a00761845.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন এক পুরোহিত। তাঁর বাড়িতেই ধীরে ধীরে বেড়ে ওঠে সেই একরত্তি। নাম দেওয়া হয় গৌরী।
3/10
![জি বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'গৌরী এল'। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন কাজ এটি। এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনের পর্দায় অভিষেক ঘটছে আরও এক নতুন মুখের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/27/66d5c78e6ebfb45c1a46dd372160f2cc51377.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
জি বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'গৌরী এল'। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন কাজ এটি। এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনের পর্দায় অভিষেক ঘটছে আরও এক নতুন মুখের।
4/10
![তিনি মেঘনা মাইতি। ট্যালেন্ট হান্ট শো ডান্স বাংলা ডান্স-এ অংশগ্রহণ করেছিলেন মেঘনা। আর সেই প্রতিযোগীই এবার আসতে চলেছেন অভিনেত্রী হিসেবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/27/c3450906acc84c48598967730d89f5e1f259f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
তিনি মেঘনা মাইতি। ট্যালেন্ট হান্ট শো ডান্স বাংলা ডান্স-এ অংশগ্রহণ করেছিলেন মেঘনা। আর সেই প্রতিযোগীই এবার আসতে চলেছেন অভিনেত্রী হিসেবে।
5/10
![ধারাবাহিকে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, সুমন্ত মুখোপাধ্যায়, বশিষ্ট মুখোপাধ্যায়, মৌসুমি সাহা, ভাস্বর চট্টোপাধ্যায় প্রমুখরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/27/539d3a18058bd630dbd216cfd56514151b6be.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ধারাবাহিকে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, সুমন্ত মুখোপাধ্যায়, বশিষ্ট মুখোপাধ্যায়, মৌসুমি সাহা, ভাস্বর চট্টোপাধ্যায় প্রমুখরা।
6/10
![স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddhar) পরিচালনায় আসছে নতুন ধারাবাহিক। মোহনার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বিশ্বরূপ চট্টোপাধ্যায়কে (Biswarup Chatterjee)। তাঁরা ছাড়াও এই ধারাবাহিকে থাকছেন ছোটপর্দা ও বড়পর্দার এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/27/a18dc0036b85864e88b9e7efc36b3b3eede19.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddhar) পরিচালনায় আসছে নতুন ধারাবাহিক। মোহনার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বিশ্বরূপ চট্টোপাধ্যায়কে (Biswarup Chatterjee)। তাঁরা ছাড়াও এই ধারাবাহিকে থাকছেন ছোটপর্দা ও বড়পর্দার এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী।
7/10
![ইতিমধ্যে জি বাংলার সোশ্যাল মিডিয়ার পাতায় জ্বলজ্বল করছে 'গৌরী এল'-র প্রোমো। সেই থেকেই আঁচ করা যায়, 'ত্রিনয়নী'-র মতো গৌরীও অলৌকিক ক্ষমতাসম্পন্ন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/27/a846ed7fc67f3f829d657b964e4477a460ba2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ইতিমধ্যে জি বাংলার সোশ্যাল মিডিয়ার পাতায় জ্বলজ্বল করছে 'গৌরী এল'-র প্রোমো। সেই থেকেই আঁচ করা যায়, 'ত্রিনয়নী'-র মতো গৌরীও অলৌকিক ক্ষমতাসম্পন্ন।
8/10
![প্রতিষ্ঠিত দেবী ঘোমটা কালীর পুজোর দিন বাড়িতে পা রাখবে গৌরী। প্রথমে বাড়িতে ঢোকার অনুমতি মেলে না তাঁর। কিন্তু গৌরীর কাতর আর্তি, মা তাঁকে ডেকেছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/27/a882f4eb7d9608a9432a3e184b5ccc2ed8b2d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতিষ্ঠিত দেবী ঘোমটা কালীর পুজোর দিন বাড়িতে পা রাখবে গৌরী। প্রথমে বাড়িতে ঢোকার অনুমতি মেলে না তাঁর। কিন্তু গৌরীর কাতর আর্তি, মা তাঁকে ডেকেছেন।
9/10
![গানের সুরে খুলে যায় মন্দিরের দরজা। তাঁর সুরে অবাক হয়ে যায় সবাই। আর নায়কের সঙ্গে মুখোমুখি হতেই সরে যায় ঘোমটা কালীর ঘোমটা। চমকে ওঠে গোটা বাড়ি। নিজের পরিচয় দিয়ে নায়িকা জানান, তিনি গৌরী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/27/76c41858ab5d9efca29462bd299853e23ea06.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
গানের সুরে খুলে যায় মন্দিরের দরজা। তাঁর সুরে অবাক হয়ে যায় সবাই। আর নায়কের সঙ্গে মুখোমুখি হতেই সরে যায় ঘোমটা কালীর ঘোমটা। চমকে ওঠে গোটা বাড়ি। নিজের পরিচয় দিয়ে নায়িকা জানান, তিনি গৌরী।
10/10
![এই ধারাবাহিকের গল্পের থাকছে আলৌকিকের ছোঁয়া। চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সন্ধে সাড়ে সাতটা থেকে দেখা যাবে এই নতুন ধারাবাহিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/27/bafb0871bbe06cdc09a42aa581b5273ffb118.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ধারাবাহিকের গল্পের থাকছে আলৌকিকের ছোঁয়া। চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সন্ধে সাড়ে সাতটা থেকে দেখা যাবে এই নতুন ধারাবাহিক।
Published at : 27 Feb 2022 12:51 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)