সামনেই কেক, জ্বলছে মোমবাতি। বাড়িতেই জন্মদিন পালন করলেন অভিনেত্রী হেজেল কিচ। স্ত্রীর জন্মদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন যুবরাজ।
2/7
জন্মদিনের পার্টিতে হেজেলের পাশে দেখা গেল যুবরাজকে। খুনসুটি করে হেজেলকে জন্মদিনের শুভেচ্ছা জানান যুবরাজ।
3/7
প্রথমে দীর্ঘ প্রেম ,তারপর বিয়ে। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী হেজেল কিচ ও ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ। বিয়ের পর অভিনয় থেকে দূরেই রয়েছেন হেজেল।
4/7
স্ত্রীর ছবি শেয়ার করে যুবরাজ লেখেন, শুভ জন্মদিন হেজি। যুবরাজের সেই পোস্টের কমেন্টবক্স উপচে পড়ে শুভেচ্ছাবার্তায়।
5/7
কেক কাটতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হেজেল। যুবরাজের হাত জড়িয়ে ধরে চুম্বন করেন তিনি।
6/7
আপাতত একে অপরের সঙ্গেই সময় কাটাতে ব্যস্ত দম্পতি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখা যায় তাদের একসঙ্গে সময় কাটানোর ছবি।