এক্সপ্লোর
Sushant Singh Rajput: জানেন, এই ছবিগুলির জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল সুশান্তকে?

জানেন, এই ছবিগুলির জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল সুশান্তকে?
1/7

বলিউডের প্রতিভাবান তারকাদের অন্যতম ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। কিন্তু, গত বছর অকালে মৃত্যু হয় এই তারকার। আজ সুশান্তের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে বান্দ্রার ফ্ল্যাটে মৃত অবস্থায় উদ্ধার হয় সুশান্তের দেহ। ছোট কেরিয়ারে দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছিলেন সুশান্ত। আজও, তাঁর অনুরাগীরা মানতে পারেন না যে, সুশান্ত তাঁদের মধ্যে নেই। আজ এখানে বলা হবে, সেই সব ছবির সম্বন্ধে, যেগুলির প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য প্রথম পছন্দ ছিলেন সুশান্ত। কিন্তু, সুশান্ত কোনও কারণে এই ছবিগুলিতে অভিনয় করতে পারেননি। পরবর্তীকালে, এই ছবিগুলি হিট হয়।
2/7

রামলীলা- সঞ্জয় লীলা বনশালীর ছবি রামলীলা সুপারহিট হয়েছিল। এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন সুশান্ত। কিন্তু, যশরাজ ফিল্মসের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় এই ছবিতে দেখা যায়নি সুশান্তকে। সুশান্তের জায়গায় ছবিতে অভিনয় করেন রণবীর সিংহ।
3/7

সুশান্তের মৃত্যুতদন্ত চলাকালীন পরিচালক সঞ্জয় লীলা বনশালী পুলিশকে জানিয়েছিলেন, তিনি প্রয়াত অভিনেতাকে রামলীলা, বাজিরাও মস্তানি ও পদ্মাবৎ-- ছবির প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, তারিখের সমস্যা হওয়ায় কোনও ছবিতেই অভিনয় করেননি সুশান্ত। পরবর্তীকালে, এই ছবিগুলি বক্স অফিসে সাফল্য পেয়েছিল।
4/7

যশরাজের ছবি বেফিক্রে বক্স অফিসে তেমন ভাল করেনি। ছবিতে প্রধান ভূমিকায় ছিলেন রণবীর সিংহ ও বাণী কপূর। এই ছবিতেও, রণবীরের আগে প্রস্তাব দেওয়া হয়েছিল সুশান্তকে। তিনি কোনও কারণবশত তা নাকচ করেন।
5/7

আদিত্য রায় কপূরের আগে ফিতুর-এ অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল সুশান্তকে। অভিষেক কপূর এই ছবিতে অভিনয় শুরু করা মাত্র সুশান্ত তা ছেড়ে দেন। শোনা যায়, তারিখ নিয়ে ভীষণ ফেঁসে ছিলেন সুশান্ত। জানা গিয়েছে, শেখর কপূরের ছবি পানি-তে অভিনয় করার জন্য ফিতুর হাতছাড়া করেন সুশান্ত।
6/7

হাফ গার্লফ্রেন্ড ছবিতেও অর্জুন কপূরের আগে এই ছবির প্রস্তাব পেয়েছিলেন সুশান্ত। কিন্তু, প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সুশান্ত। রাবতা ছবির জন্য চর্চায় ছিল সুশান্ত-কৃতি শ্যানন জুটি। সেকারণে, প্রযোজকরা এই ছবিতে সুশান্তকে রাখতে চেয়েছিলেন।
7/7

রোমিও আকবর ওয়াল্টার -- এই ছবির জন্যও প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল সুশান্তকে। এক গুপ্তচরের ভূমিকায় অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু, সুশান্ত অভিনয় না করায় পরে জন আব্রাহাম এই ছবিতে কাজ করেন।
Published at : 14 Jun 2021 01:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
প্রযুক্তি
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
