এক্সপ্লোর
Rhea Chakraborty: সুশান্ত সিংহ রাজপুত-পর্ব অতীত, রিয়া চক্রবর্তী এখন বিজনেস উওম্যান, কোটি কোটি টাকার সংস্থার মালকিন
Sushant Singh Rajput: জীবনের দ্বিতীয় অধ্য়ায়ে বিপুল সাফল্য। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে হেনস্থার শিকার রিয়া চক্রবর্তী এখন বিজনেস উওম্যান। -ফাইল চিত্র।
-ফাইল চিত্র।
1/11

২০২০ সালের ১৪ জুন থেকে ২০২৫ সালের ১৪ জুন। পাঁচ বছর হল নেই বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত নেই। আর এই পাঁচ বছরে বদলে গিয়েছে অনেক কিছুই। বিশেষ করে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর জীবনের গতিপথ পাল্টে গিয়েছে।
2/11

অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন রিয়া। বেশ কিছু ছবিতে অভিনয়ও করেছেন। কিন্তু সুশান্তের সঙ্গে সম্পর্কের দরুণই খবরের শিরোনামে উঠে আসেন রিয়া। কিন্তু সুশান্তের মৃত্যুর পর রিয়াকে কম হেনস্থার শিকার হতে হয়নি।
3/11

কিন্তু সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে নিয়েছেন রিয়া। ছবিতে সেভাবে সুযোগ না পেলেও, টিভিতে নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে। নিজের পডকাস্টও শুরু করেছেন। তবে ব্যবসাতেও বেশ সাফল্য পেতে শুরু করেছেন তিনি।
4/11

সুশান্তের মৃত্য়ুর পর রিয়া এবং তাঁর ভাই শৌভিককেও জেলে যেতে হয়। শেষ পর্যন্ত জামিন পেলেও, নীতি পুলিশের চোখ রাঙানিও কম সইতে হয়নি তাঁদের। কিন্তু সেই সব ঝড় ঝাপটা পিছনে ফেলে ব্যবসায় হাত দেন ভাই বোন।
5/11

Chapter 2 Drip নামে নিজেদের জামা-কাপড়ের ব্র্যান্ডের সূচনা করেন রিয়া এবং শৌভিক। রিটেল জায়ান্ট Kishore and Ashni Biyani তাঁদের পাশে দাঁড়ান সেই সময়। বর্তমানে তাঁদের সংস্থার বাজারমূল্য ৩৮-৪০ কোটি টাকা।
6/11

রিয়া জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর পর তাঁকে যখন গ্রেফতার করা হয়, পরনের টিশার্টটি সকলের নজর কেড়েছিল, যাতে পিতৃতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার বার্তা ছিল। আর সেখান থেকেই নিজের অনুভূতিকে জামা-কাপড়ে ফুটিয়ে তোলার সিদ্ধান্ত নেন।
7/11

Chapter 2 Drip একটি Unisex ব্র্যান্ড, অর্থাৎ নারী-পুরুষ সকলে পরতে পারেন, এমন পোশাকই তৈরি করে। ফ্যাশন ট্রেন্ডের পাশাপাশি, সামাজিক বার্তাও বহন করে ওই সংস্থা।
8/11

রিয়ার বক্তব্য, “গ্রেফতারির সময় আমার পরনের টিশার্টে পিতৃতন্ত্রকে ভেঙে দেওয়ার বার্তা ছিল। সেই সময় আমি কিছু বলতে না পারলেও, টিশার্টটিই আমার হয়ে কথা বার্তা পৌঁছে দেয়।”
9/11

ভাইকে পাশে নিয়ে রিয়া বলেন, “যে দুর্ভাগ্য়জনক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল আমাদের… আমাদের কেরিয়ার নষ্ট হয়ে যায়। আমার কাজ পাওয়া বন্ধ হয়ে যায়। যে শৌভিকের CAT স্কোর ছিল ৯০ শতাংশ, যে নামী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিল, পড়াশোনা শুরুর আগেই গ্রেফতার হতে হয় তাকে।”
10/11

রিয়া বলেন, “শৌভক যখন জেল থেকে ছাড়া পেল, প্রথম তিন মাস নষ্ট হয়ে গিয়েছে। MBA, ভবিষ্যৎ পরিকল্পনা, সব শেষ। এত বিতর্ক, মামলা যাকে ঘিরে, তাকে কেউ নিয়োগও করতে চাইছিল না।”
11/11

এতদিন অনলাইন ব্যবসা করলেও, গত সপ্তাহেই মুম্বইয়ে নিজেদের রিটেল স্টোর খুলেছেন রিয়া এবং শৌভিক। মূলত টিশার্ট, হুডি, ব্যাগি জিনস তৈরি করে Chapter 2 Drip. সঙ্গে থাকে সামাজিক উক্তি, যার জন্য সাধারণ মানুষকেও আহ্বান জানানো হয়।
Published at : 14 Jun 2025 05:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























