এক্সপ্লোর
Anant-Radhika Wedding: হাজিরা দেবেন অ্যাডেল, ড্রেক, অনন্ত-রাধিকার বিয়েতে মুম্বই আসছেন হলিউড তারকারাও
Ambani Wedding: উৎসবমুখর হতে চলেছে মায়ানগরী। অনন্ত-রাধিকার বিয়েতে উড়ে আসছেন হলিউড তারকারা। ফাইল চিত্র।

—ফাইল চিত্র।
1/10

প্রাক বিবাহ অনুষ্ঠানের জৌলুস দেখে চমকে গিয়েছিলেন সকলে। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়েও উৎসাহ তাই তুঙ্গে।
2/10

বিদেশ-বিভুঁইয়ে নয়, মায়ানগরীতেই সাতপাকে বাঁধা পড়ছেন অনন্ত-রাধিকা। তাঁদের বিয়েও উৎসবের আকার নিতে চলেছে।
3/10

এর আগে, গুজরাতের জামনগরে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করেন রিহানা। বলিউড তারকাদের উপস্থিতিও ছিল।
4/10

এর পর ইতালি এবং রোমে কেটি পেরি, 'ব্যাকস্ট্রিট বয়' ব্যান্ডের সদস্যরা হাজিরা দেন। মুম্বইয়েও একঝাঁক হলিউড তারকাকে দেখা যাবে বলে খবর।
5/10

শোনা যাচ্ছে, সঙ্গীতশিল্পী অ্যাডেল, ড্রেক, এবং লানা ডেল রে মুম্বই আসছেন। অনন্ত এবং রাধিকার বিয়েতে পারফর্ম করবেন তাঁরা।
6/10

১২ থেকে ১৪ জুলাই পর্যন্ত অনন্ত এবং রাধিকার বিবাহ অনুষ্ঠান চলবে। বিয়ের আগে থেকেই মায়ানগরীতে আসতে শুরু করবেন হলিউড তারকারা।
7/10

অনন্ত এবং রাধিকার সঙ্গীতানুষ্ঠানে বলিউড গানের পাশাপাশি, রিহানা, ব্রিচনি স্পিয়ার্স এবং হলিউড তারকাদের গান বাজানো হবে বলে খবর। বলিউড তারকারাও পারফর্ম করবেন।
8/10

১২ জুলাই অনন্ত এবং রাধিকা সাতপাকে বাঁধা পড়বেন। ১৩ জুলাই তাঁদের আশীর্বাদ। ১৪ তারিখ হবে মঙ্গল উৎসব।
9/10

অনন্ত এবং রাধিকার বিয়ের আগে, মঙ্গলবার মহারাষ্ট্রের পালঘরে গণবিবাহেরও আয়োজন করেন আন্বানিরা। হবু দম্পতির পাশাপাশি, আম্বানি পরিবারের বাকিরাও অনুষ্ঠানে হাজির ছিলেন।
10/10

রিলায়্যান্স কর্পোরেট পার্কে ওই গণবিবাহের আয়োজন হয়। ৮০০ জন উপস্থিত ছিলেন সেখানে। দরিদ্র পরিবারের যুগলদেরই বিবাহ হয়।
Published at : 02 Jul 2024 10:27 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
