এক্সপ্লোর
Abhishek Karishma pics: ৫ বছর একসঙ্গে থাকার পরও ভেঙে যায় অভিষেক-করিশ্মার সম্পর্ক, কেন?

ছবি সৌজন্য়: ABP NEWS
1/6

একটা সময় অভিষেক বচ্চন ও করিশ্মা কাপুরের সম্পর্ক ছিল বলিউডের অন্য়তম চর্চিত বিষয়।
2/6

পাঁচ বছর সম্পর্কে থাকার পর এনগেজমেন্ট হয় তাঁদের। কিন্তু মাত্র দু মাসের মধ্য়েই এই ডুয়োর বিচ্ছেদের খবর প্রকাশ্য়ে আসে।
3/6

নিজেদের সম্পর্কের কথা কখনও লুকিয়ে রাখেননি অভিষেক ও করিশ্মা।
4/6

শোনা যায়, করিশ্মার মা ববিতা কাপুর এই সম্পর্ক মেনে নিতে চাননি। কারণ, করিশ্মা সেই সময় তাঁর কেরিয়ারের শীর্ষে ছিলেন, কিন্তু অভিষেক তখনও নিজের কেরিয়ার শুরু করতে পারেন নি।
5/6

জানা যায়, শ্বেতা বচ্চনের সঙ্গে করিশ্মার সেইসময় খুব ভালো সম্পর্ক ছিল।
6/6

করিশ্মাকে নিজের পুত্রবধূ বলে একাধিক জায়গায় সম্বোধনও করেছিলেন জয়া বচ্চন।
Published at : 06 Apr 2021 09:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
