সদ্য সেরে উঠেছেন করোনা থেকে। এবার বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন সোনু সুদ। মুম্বই ছেড়ে অন্য শহরে পাড়ি দিলেন তিনি।
2/8
সাধারণ নীল ডেনিম ও গোলাপি টি শার্টে এদিন দেখা গেল সোনুকে। একাই বিমানবন্দরে এসেছিলেন তিনি। সঙ্গে ছিল ছোট ব্যাগ।
3/8
করোনা পরিস্থিতিতে গত বছরের মত এবারেও মানবিক হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ। বেড থেকে শুরু করে অক্সিজেন, রেমডিসিভির, সমস্ত কিছুই যোগানের যথাসাধ্য চেষ্টা করলেন তিনি।
4/8
সম্প্রতি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন সোনু সুদ। পঞ্জাবের টিকা কর্মসূচীর ব্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়েছিল তাঁকে। এর কিছুদিন পরেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে তিনি লিখেছিলেন, 'করোনা পজিটিভ। মেজাজ আর প্রাণশক্তি সুপার পজিটিভ।' সেই সঙ্গে তিনি আরও লেখেন, ' আজ সকালে আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। নিয়ম অনুযায়ী আমি ইতিমধ্যেই নিভৃতবাসে রয়েছি সবার থেকে আলাদা হয়ে। পর্যাপ্ত দেখাশোনার মধ্যেই রয়েছি। কিন্তু আপনারা চিন্তা করবেন না। এর ফলে আমি আপনাদের সবাইকে সাহায্য করার আরও বেশি করে সময় ও সুযোগ পাব। আপনাদের সবার সমস্যার আরও বেশি করে সমাধান করার চেষ্টা করব আমি। মনে রাখবেন, আমি সবসময় আপনাদের পাশে রয়েছি।'
5/8
আক্ষরিক অর্থেই পাশে ছিলেন সোনু। করোনা আক্রান্ত হয়েও থেমে থাকেনি সাহায্য। গোটা দিন জুড়ে হাসপাতালে বেড, রেমডেসিভির ও অক্সিজেন যোগাতে ব্যস্ত থেকেছেন তিনি। কখনও প্রয়োজন মত যোগান দিতে না পারার হতাশা ঝরে পড়েছে তাঁর লেখায়। ট্যুইট করে লিখেছেন, 'আজকে হাসপাতালের বেডের প্রয়োজন ছিল ৫৭০টা। আমি মাত্র ১১২টি বেডের ব্যবস্থা করতে পেরেছি। আজ ১৪৭৭ রেমডেসিভির প্রয়োজন ছিল। আমি মাত্র ১৮টা জোগাড় করে দিতে পেরেছি। হ্যাঁ, আমরা হেরে গিয়েছি। আর আমাদের স্বাস্থ্যব্যবস্থাও।' আবার কখনও তাঁর ট্যুইটেই শোনা গিয়েছে আশার কথা। সোনু গতকালই একটি ট্যুইট করে লিখেছেন, 'অক্সিজেন, রেমডিসিভির আর বেড। সকাল থেকে রাত পর্যন্ত ব্যবস্থা চলছে। কখনও আমি জিতি, কখনও হেরে যাই। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি। সবসময় পাশে রয়েছি।'
6/8
করোনা আক্রান্ত হওয়ার ৫ দিন পরেই সোশ্যাল মিডিয়ায় নিজেই ট্যুইট করে সুস্থতার খবর জানান তিনি। সেই সঙ্গে ট্যুইট করেন নিজের একটি মন ভালো করা ছবি। হাসি মুখে সেখানে ভিকট্রি ও নেগেটিভ চিহ্ন হাত দিয়ে দেখাচ্ছেন তিনি। সোনুর সুস্থতার খবরে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে শুভকামনায়, শুভেচ্ছাবার্তায়।
7/8
সোনুর এই ট্যুইটটি রিট্যুইট করেছেন কঙ্গনা রানাউত। সুস্থ হয়ে ওঠার জন্য সোনুকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেইসঙ্গে লিখেছে, 'সোনু জি, আপনি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। আমার মনে হয় সেজন্যই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছেন। এটা ভারতীয় ভ্যাকসিনেরই কেরামতি। আমার মনে হয় আপনার উচিত জনগণকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করা উচিত।'