এক্সপ্লোর
Satyajit Death Anniversary: চুনিবালার মুখে শোনা ছড়া, ফিরে দেখা ফেলুদা, গুপি-বাঘার শ্যুটিংয়ের অজানা গল্প
ফিরে দেখা সত্যজিতের সেরা দশ ছবি
1/11

আজ সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবস। বাংলা চলচ্চিত্র জগত চিরকাল তাঁকে মনে রাখবে সর্বকালের অন্যতম সেরা পরিচালক হিসাবে। মৃত্যুদিনে ফিরে দেখা কিংবদন্তীর পরিচালিত অবস্মরণীয় কিছু সিনেমা।
2/11

সত্যজিৎ রায় পরিচালিত এই ছবিটি দশকের পর দশক ধরে দর্শকদের মুগ্ধ করে আসছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অবলম্বনে তৈরি 'পথের পাঁচালী' থেকেই শুরু হয় অপুর গল্প। এরপর 'অপরাজিত' ও 'অপুর সংসার' ছবিতে দেখানো হয়েছিল অপুর গোটা জীবন। এই তিনটি ছবি মিলিয়ে অপু ট্রিলজি সত্যজিৎ রায়ের এক অবিস্মরণীয় সৃষ্টি। পথের পাঁচালি ছবিতে ইন্দির ঠাকুরণ ওরফে চুনিবালা দেবীকে নিজের অভিজ্ঞতা একটি বইতে লিখেছিলেন সত্য়জিৎ। প্রথমবার যখন তিনি চুনিবালা দেবীর সঙ্গে দেখা করতে যান, তখন তাঁকে একটি কবিতা আবৃত্তি করতে বলেছিলেন। ঘুম পাড়ানি মাসি পিসি ছড়াটি পুরোটা আবৃত্তি করে শুনিয়েছিলেন চুনিবালা। এরপর সত্যজিৎ প্রশ্ন করেন, দূরের গ্রামে গিয়ে গোটা দিন শ্যুটিং করতে হবে। রাজি হয়ে যান চুনিবালা। শুরু হয় কাজ। সত্যজিৎ রায় বহুবার বলেছেন যে চুনিবালা দেবীকে না পেলে পথের পাঁচালী বানানোই হত না।
Published at : 23 Apr 2021 08:06 PM (IST)
আরও দেখুন






















