এক্সপ্লোর
73rd Republic Day: প্রজাতন্ত্র দিবসে দেখার সেরা বলিউড ছবি
প্রজাতন্ত্র দিবসে দেখুন এই বলিউড ছবিগুলি
1/8

করোনার তৃতীয় ঢেউতে সারাদেশে প্রতিদিন বহু মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন। তাই এই বিশেষ দিনটায় বাইরে করোনা সংক্রমণের আশঙ্কা না বাড়িয়ে উদযাপন করতে পারেন বাড়িতেই। দেখে নিতে পারেন একগুচ্ছ দেশাত্মবোধক বলিউড ছবি। কোন কোন বলিউড ছবি প্রজাতন্ত্র দিবসের আবহে দেখা যেতে পারে, রইল তার তালিকা
2/8

১৯৪২- আ লভ স্টোরি- ২৬ জানুয়ারি দেশের ছবিও দেখতে চান আবার রোম্যান্টিক ছবি দেখতে চান? তাহলে আপনার জন্য সেরা হতে পারে '১৯৪২- আ লভ স্টোরি' ছবিটি। পরিচালক বিধু বিনোদ চোপড়ার এই ছবি দেশাত্ববোধক প্রেক্ষাপটে রোম্যান্টিকতার বাতাবরণ তৈরি করবে। সঙ্গে পর্দায় অনিল কপূর ও মনীষা কৈরালা। এই ছবির বিশেষ আকর্ষণ অবশ্যই আর.ডি বর্মনের গান।
Published at : 25 Jan 2022 11:11 PM (IST)
আরও দেখুন






















