এক্সপ্লোর
Malaika Mumbai Home: ছোট কিন্তু নজরকাড়া, এক ঝলকে মালাইকার ফ্ল্যাটের অন্দরের ছবি
Malaika Mumbai Home
1/12

বিবাহবিচ্ছেদের পর মুম্বইয়ে বেশ আরামদায়ক একটি ফ্ল্যাটে থাকেন মালাইকা অরোরা। বাড়ি ছিমছাম রাখতে পছন্দ করেন। ফ্ল্যাটটিতে অনেক বেশি জায়গা নেই। কিন্তু এই অল্প জায়গাই দারুণভাবে সাজিয়ে রেখেছেন মালাইকা। ঘরের প্রতিটি জায়গাই খুবই সাজানো গোছানো। এই ফ্ল্যাটে মালাইকার সঙ্গে থাকেন তাঁর ছেলে আরহান। দেখে নেওয়া যাক, মালাইকার এই ফ্ল্যাটের অন্দরের কিছু ছবি।
2/12

মালাইকার ফ্ল্যাটের এন্ট্রান্সও বেশ নজরকাড়া। ফ্ল্যাটের এই অংশ ফুল দিয়ে সাজিয়ে রাখেন বলিউড অভিনেত্রী। এন্ট্রাসের চতুর্দিকে রয়েছে আয়না। দিপাবলী বা অন্য কোনও উৎসবে খুবই সুন্দরভাবে এই অংশ সাজিয়ে থাকেন মালাইকা এবং এর ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
Published at : 11 May 2021 02:16 PM (IST)
আরও দেখুন






















