এক্সপ্লোর
Nusrat Jahan Pics: নতুন ছবিতে ভালোবাসার বার্তা নুসরতের, পারিবারিক অশান্তির ইঙ্গিত দিলেন যশ?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/01/b29c4264ab3d5b2fb1f6bd382c34af80_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নুসরত-যশ
1/10
![হালকা আকাশি লেহঙ্গার সঙ্গে খোলা চুল, হলুদ আলোয় ঝলমল করছেন নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নতুন ছবি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/01/d792b8b490aef953d009f0fbd3211c80cd9a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
হালকা আকাশি লেহঙ্গার সঙ্গে খোলা চুল, হলুদ আলোয় ঝলমল করছেন নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নতুন ছবি।
2/10
![ক্যাপশানে নুসরত লিখলেন, 'ইয়োর লাভিংলি লাভ’। সেইসঙ্গে ধন্যবাদ দিয়েছেন তাঁর মেকআপ আর্টিস্ট ও হেয়ার ড্রেসারকেও। ঝলমলে গয়নায় বেশ মানিয়েছিল তাঁকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/01/d515dc95be25e9e1402d10e15171dc23e4260.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ক্যাপশানে নুসরত লিখলেন, 'ইয়োর লাভিংলি লাভ’। সেইসঙ্গে ধন্যবাদ দিয়েছেন তাঁর মেকআপ আর্টিস্ট ও হেয়ার ড্রেসারকেও। ঝলমলে গয়নায় বেশ মানিয়েছিল তাঁকে।
3/10
![নুসরতের ব্যক্তিগত জীবন ঘিরে চর্চার শেষ নেই। তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়েও বিস্তর আলোচনা হয়েছে নেটদুনিয়ায়। কিন্তু সেইদিকে খেয়াল নেই নুসরতের। নিজের মত করেও সময় কাটাতে ব্যস্ত তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/01/e0da419712736c80dd38024d8dfeca6c1fcb5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নুসরতের ব্যক্তিগত জীবন ঘিরে চর্চার শেষ নেই। তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়েও বিস্তর আলোচনা হয়েছে নেটদুনিয়ায়। কিন্তু সেইদিকে খেয়াল নেই নুসরতের। নিজের মত করেও সময় কাটাতে ব্যস্ত তিনি।
4/10
![অন্যদিকে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যশ দাশগুপ্তের ছবির ক্যাপশানে রয়েছে অশান্তির আঁচ। পরিবারের সঙ্গে অশান্তিতে ভুগছেন যশ? সোশ্যাল মিডিয়ায় যশ লিখেছিলেন, 'আমি পরিবারের খারাপ সন্তান হতে পারি, কিন্তু যাঁরা নিজেদের ভালো দেখান, তাঁরা তেমন নয়।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/01/9e8a01bfb2c96c61eda1158eb7452e8d56dc9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্যদিকে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যশ দাশগুপ্তের ছবির ক্যাপশানে রয়েছে অশান্তির আঁচ। পরিবারের সঙ্গে অশান্তিতে ভুগছেন যশ? সোশ্যাল মিডিয়ায় যশ লিখেছিলেন, 'আমি পরিবারের খারাপ সন্তান হতে পারি, কিন্তু যাঁরা নিজেদের ভালো দেখান, তাঁরা তেমন নয়।'
5/10
![কিছুদিন আগেই পোষ্যর সঙ্গে ছবি দিয়ে যশ লিখেছিলেন, 'আমি যখনই কোনও হাত খুঁজেছি, আমি পোষ্যের হাতই পেয়েছি।' একাকিত্বে ভুগছেন যশ? উত্তর অজানা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/01/88251dcfdda65e66b671d1f6fd54e29f89b30.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিছুদিন আগেই পোষ্যর সঙ্গে ছবি দিয়ে যশ লিখেছিলেন, 'আমি যখনই কোনও হাত খুঁজেছি, আমি পোষ্যের হাতই পেয়েছি।' একাকিত্বে ভুগছেন যশ? উত্তর অজানা।
6/10
![অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় নুসরতের এই ছবিটি নিয়েও তোলপাড় শুরু হয়েছে। কারণ? নুসরতের কালো চশমায় দেখা গিয়েছিল এক পুরুষের প্রতিকৃতি। অনুরাগীরা আন্দাজ করে নিয়েছিলেন, ওই প্রতিকৃতি যশেরই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/01/2c40b99afa32c12b8d8cc4597114417fca3e3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় নুসরতের এই ছবিটি নিয়েও তোলপাড় শুরু হয়েছে। কারণ? নুসরতের কালো চশমায় দেখা গিয়েছিল এক পুরুষের প্রতিকৃতি। অনুরাগীরা আন্দাজ করে নিয়েছিলেন, ওই প্রতিকৃতি যশেরই।
7/10
![সোশ্য়াল মিডিয়ায় সাদা কালো পোশাকে নিজের বেবি বাম্পের ছবি সামনে এনেছিলেন নুসরত। সেই ছবি নিয়েও চলেছিল জোর চর্চা। অনেকই আঁচ করেছিলেন, ছুটি কাটাতে গিয়েছেন নুসরত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/01/b79bca8eb6b6f8d5d35d2d3cdd256a3068c94.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোশ্য়াল মিডিয়ায় সাদা কালো পোশাকে নিজের বেবি বাম্পের ছবি সামনে এনেছিলেন নুসরত। সেই ছবি নিয়েও চলেছিল জোর চর্চা। অনেকই আঁচ করেছিলেন, ছুটি কাটাতে গিয়েছেন নুসরত।
8/10
![প্রায় একই জায়গায় ছবি পোস্ট করেন যশ নুসরত। অথচ উল্লেখ করেন না জায়গায় নাম। অধিকাংশ ছবিতেই থাকে না কোনও ফটো সৌজন্যও। তবুও যেন সোশ্য়াল মিডিয়ায় প্রচ্ছন্নভাবে বেঁধে বেঁধে থাকার বার্তাই দেন যশ নুসরত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/01/29ae87945c5b840038b2a7ed5ebc9aeeb0b74.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রায় একই জায়গায় ছবি পোস্ট করেন যশ নুসরত। অথচ উল্লেখ করেন না জায়গায় নাম। অধিকাংশ ছবিতেই থাকে না কোনও ফটো সৌজন্যও। তবুও যেন সোশ্য়াল মিডিয়ায় প্রচ্ছন্নভাবে বেঁধে বেঁধে থাকার বার্তাই দেন যশ নুসরত।
9/10
![সম্প্রতি বাগান পরিচর্যায় মজেছেন নুসরত। তাঁর ইনস্টাগ্রাম স্টেটাসে এখনও ঝলমল করছে অপরাজিতা ও জবা ফুলের ছবি। গাছের সঙ্গে নিজের ছবিও শেয়ার করেন নুসরত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/01/3665ec790f77d363e0d460c02cc3d68f16360.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি বাগান পরিচর্যায় মজেছেন নুসরত। তাঁর ইনস্টাগ্রাম স্টেটাসে এখনও ঝলমল করছে অপরাজিতা ও জবা ফুলের ছবি। গাছের সঙ্গে নিজের ছবিও শেয়ার করেন নুসরত।
10/10
![তৃণমূল সাংসদ নুসরত আর যশ দাশগুপ্তের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। তবে সেইদিকে যেন নজরই দিতে চান না নায়ক নায়িকা। আপাতত তাঁরা মগ্ন নিজেদের নিয়েই। আর নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেও যেন আড়ালে রেখেছেন তারকারা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/01/af6e6b693ed51557729e654e34b27ab50512b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তৃণমূল সাংসদ নুসরত আর যশ দাশগুপ্তের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। তবে সেইদিকে যেন নজরই দিতে চান না নায়ক নায়িকা। আপাতত তাঁরা মগ্ন নিজেদের নিয়েই। আর নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেও যেন আড়ালে রেখেছেন তারকারা।
Published at : 01 Jul 2021 07:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
হুগলি
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)