তিনি রূপোলি পর্দার নায়িকা। ছোটপর্দার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা অর্জন করেছেন বড়পর্দাতেও। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন শ্বেতা
2/7
দুই সন্তান রয়েছে শ্বেতার। বড় মেয়ে পলক ও ছেলে রেয়াংশ। আপাতত তাঁরাই শ্বেতার সঙ্গী। কিন্তু বিবাহ নিয়ে তাঁর অভিজ্ঞতা সুখকর নয় মোটেই।
3/7
১৯ বছর বয়সে রাজা চৌধুরীর সঙ্গে প্রথম বিয়ে হয় শ্বেতার। শ্বেতা ও রাজার মেয়ে পলক।
4/7
কিন্তু রাজা ও শ্বেতার বিয়ে ভেঙে যায়। রাজার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন শ্বেতা।
5/7
বিবাহ বিচ্ছেদের কয়েক বছর পর দ্বিতীয় বিবাহ করেন শ্বেতা। অভিনব কোহলির সঙ্গে বিয়ে হয় তাঁর।
6/7
অভিনব ও শ্বেতার সন্তানের নাম রেয়াংশ। কিন্তু ভেঙে যায় শ্বেতার দ্বিতীয় বিয়েও।
7/7
একটি সাক্ষাৎকারে শ্বেতা জানান, তাঁর জীবনে বারবার ভুল মানুষেরা এসেছে। বিচ্ছেদও হয়েছে। কিন্তু কখনও সাহস হারায়নি তাঁর সন্তানরা। সমস্ত সমস্যার মোকাবিলা করেছে হাসিমুখে। কিন্তু সন্তানদের নিয়ে চিন্তার কথা কবুল করেচেন শ্বেতা। জানিয়েছেন, এইটুকু বয়েছেই তাঁর সন্তানরা আইন আদালত, পুলিশ সম্পর্কে জেনে গিয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নায়িকা